ডেস্ক রিপোর্ট: নরসিংদীর মনোহরদীর আহম্মদপুর গ্রামের এল কে ইউনিয়ন হাইস্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর রশীদের (তারা মাস্টার) মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে গত রোববার।
স্থানীয় মুক্তিযোদ্ধারা তার জীবন কর্ম নিয়ে আলোচনায় অংশ নেন। এরপর তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আয়োজনে কয়েকশ মুক্তিযোদ্ধা এবং গণ্যমান্য ব্যক্তিসহ স্থানীয় জনগণ অংশ নেন। বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর রশীদ (তারা মাস্টার) ঢাকা জেলার একাত্তরের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের পরপরই তিনি ছাত্র-জনতা সমন্বয়ে মনোহরদী থানার ২০ থেকে ২৫ হাজার মানুষের বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন।
তাদের নেতৃত্বে থানা সদরের পাকিস্তানি পতাকা পুড়িয়ে দিয়ে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তার নেতৃত্বে নরসিংদী সদরসহ মনোহরদী, বেলাব, রায়পুরা, পলাশ ও শিবপুরের আশপাশের থানাগুলো যথাক্রমে কাপাসিয়া-পাকুন্দিয়া, কটিয়াদি, বাজিতপুরে বিশাল মুক্তিযোদ্ধা গেরিলা বাহিনী গড়ে তোলেন। তার নেতৃত্বে ১৭টি স্থানে মুক্তিযোদ্ধারা সম্মুখযুদ্ধে অংশ নেন। নদীপথে গানবোট যুদ্ধ অনেক পাকিস্তানি সেনা নিহত হয়। ১৯৭৩ সালে স্বাধীনতা পরবর্তী জাতীয় সংসদের সদস্য পদে নরসিংদী জেলার মনোহরদী বেলাব আসনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) নেতা হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন।
১৯৭৪ সালে এই জননেতা ও প্রধান শিক্ষক প্রতিক্রিয়াশীলদের অশুভ চক্রান্তের শিকার হয়ে তৎকালীন বিশেষ বাহিনীর হাতে নির্মম নির্যাতনের শিকার হন। মিথ্যা মামলায় গ্রেপ্তার হন। বিপ্লবী জনগণের জনরোষে ওই বিশেষ বাহিনী ও প্রশাসন তাকে ছাড়তে বাধ্য হয়। বঙ্গবন্ধুকে হত্যার পর ১৯৭৬ সালের ২৬ ফেব্রুয়ারি কতিপয় সন্ত্রাসী তাকে নির্মমভাবে হত্যা করে। তার হত্যা মামলার সুষ্ঠু বিচারের স্বার্থে বিচার বিভাগ বিশেষ আদালত গঠন করে সাক্ষী-প্রমাণের ভিত্তিতে আসামিদের পাঁচজনকে বাংলাদেশ দ-বিধি অনুযায়ী যাবজ্জীবন দ- প্রদান করে।
Leave a Reply