হলধর দাস:
নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ৮ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গত সোমবার (২০ মার্চ) দিবাগত গভীর রাতে মনোহরদী ও নরসিংদী থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি একনলা বন্দুক, ২ রাউন্ড কার্তুজ ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো; নরসিংদী জেলার মনোহরদীর মোঃ মোশারফ হোসেন (৩৪), মোঃ রুবেল (৩০) ও আরিফ হোসেন (৩০), শিবপুরের সুমন মিয়া (৩০), মোঃ রিজন খান (৩৪) ও মোঃ রূপচাঁন মিয়া (৪৫), রায়পুরার মোঃ নজরুল ইসলাম (৩২) এবং পলাশ উপজেলার মোঃ ইব্রাহীম (২৪)।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে নরসিংদী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাসার সাংবাদিকদের জানান, ধৃত ডাকাতরা নরসিংদী শহরের সালিধা এবং মনোহরদী উপজেলার হিতাশী এলাকায় সোমবার গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ পৃথক পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযানে শহরের সালিধা থেকে ৩ জন এবং মনোহরদীর হিতাশী এলাকা থেকে ৫ জন ডাকাতকে আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে নরসিংদী ও মনোহরদী থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply