হারুন অর রশিদ:
যতই দিন যাচ্ছে ততই জাতীয় সংসদ নির্বাচন এগিয়ে আসছে। আসন্ন এ দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দলীয় সম্ভাব্য প্রার্থীরা তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় নিজেকে জাতীয় নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে শো- ডাউন ও গণসংযোগ এর মাধ্যমে ঘোষনা দিচ্ছেন। এরই জের ধরে নরসিংদীর-৫, রায়পুরা আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আজ মঙ্গলবার দিন ব্যাপী প্রায় ৫০টি ভিবাটেক এর মাধ্যমে পাঁচ শতাধিক লোক নিয়ে শো-ডাউনসহ গণসংযোগ করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা জাতীয় পার্টির আহবায়ক প্রকৌশলী মো: শহীদুল ইসলাম। এই সময় তার সাথে ছিলেন উপজেলা জাতীয় পাটির সদস্য সচিব মো: শামসুজ্জামান ভূইয়া জামান, যুগ্ম আহবায়ক মো: তোফাজ্জল হোসেন, সদস্য হাবিবুর রহমান, মরজাল ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মানিক মিয়াসহ ২৪ ইউনিয়নের নেতৃবৃন্দ।
Leave a Reply