মনোহরদী প্রতিনিধি:
নরসিংদী: মনোহরদীতে সরকারি ভাতার কার্ড করে দেয়ার নামে কৃষ্ণপুর ইউপির এক মহিলা মেম্বারের বিরুদ্ধে আর্থিক সুবিধে গ্রহনের অভিযোগ মিলেছে। এ বিষয়ে ভূক্তভোগীদের পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অভিযোগ পেশ করা হয়েছে।
মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের আবুল কাশেম, রতন ও লাকী নামের কয়েকজন বীরগাঁও গ্রামের বাসিন্দা। অভিযোগে জানা যায় বয়স্ক, ভিজিএফ, বিধবা ও মাতৃত্ব ভাতা কার্ড করে দেয়ার নাম করে কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বার মার্জিয়া আক্তার তাদের কাছ থেকে আর্থিক সুবিধে গ্রহন করেছেন।
অভিযোগকারীদের অন্যতম উক্ত গ্রামের আবুল কাশেম জানান, তিনি ও তার গ্রামের সুমাইয়া, মরিয়মসহ কমপক্ষে ২০/২৫ মহিলার কাছ থেকে এ মহিলা মেম্বার ভাতা কার্ড করে দেয়ার কথা বলে ৫ থেকে ১০ হাজার টাকা করে আদায় করেছেন। কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করার পরও কার্ড না পেয়ে তারা টাকার জন্য মেম্বারের সাথে যোগাযোগ করেন।মহিলা মেম্বার তাদের টাকা ফেরত না দিয়ে উল্টো বকাঝকা করছেন তাদের। তাই অনন্যোপায় হয়ে সম্প্রতি মনোহরদী উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ পেশ করতে বাধ্য হয়েছেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত মহিলা মেম্বার মার্জিয়া আক্তার জানান, এসব সত্য নয়। তার পরাজিত প্রতিপক্ষই তার বিরুদ্ধে এসব মিথ্যে অভিযোগ সাজিয়েছেন।
মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম জানান, বিষয়টি তদন্তের জন্য উপজেলা সমাজ সেবা অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে।
মনোহরদী উপজেলা সমাজসেবা অফিসার মো. মনির হোসেন জানান, তিনি এ বিষয়ে একটি তদন্তভার পেয়েছেন। এনিয়ে ইউএনও সাহেবের সাথে সামনাসামনি কথা বলে যতো দ্রুত সম্ভব ব্যবস্থা নেবেন তিনি।
Leave a Reply