1. [email protected] : admi2017 :
  2. [email protected] : taifur nur : taifur nur
June 10, 2023, 12:57 am
Title :
বেলাবতে আদালতের নিষেধ অমান্য করে স্থাপনা ভাঙচুর ও ক্রয়কৃত জমি বেদখলের অভিযোগ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ মনোহরদী উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন নরসিংদীতে ঘুরতে যাওয়া ৪ তরুণীকে শ্লীলতাহানির প্রতিবাদে মানববন্ধন যোশর ইউনিয়ন শ্রমিক লীগের উদ্যোগে শ্রমিক দিবস পালন রায়পুরায় জাতীয় স্বাস্থ্য ও কল্যান দিবস ২০২৩ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহান মে দিবসে মাধবদীতে শোভাযাত্রা নরসিংদীতে আন্তর্জাতিক শ্রমিক দিবসে জাতীয় শ্রমিক লীগ নরসিংদী জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও খাবার বিতরণ প্রফেসর কালাম মাহমুদ কলকাতা থেকে সাহিত্যিক দিলীপ রায় স্মৃতি পুরস্কার পেলেন অপরাধ পর্যালোচনা এবং আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরু খামারের নিরাপত্তা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত নরসিংদীতে স্মার্ট বাংলাদেশ নির্মাণে আমাদের করণীয় ও স্মার্ট জেলা ইনোভেশন চ্যালেজ বিষয়ক মতবিনিময় সভা স্মার্ট বাংলাদেশ নির্মঅণে সকল ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন -নরসিংদী জেলা প্রশাসক
Title :
বেলাবতে আদালতের নিষেধ অমান্য করে স্থাপনা ভাঙচুর ও ক্রয়কৃত জমি বেদখলের অভিযোগ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ মনোহরদী উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন নরসিংদীতে ঘুরতে যাওয়া ৪ তরুণীকে শ্লীলতাহানির প্রতিবাদে মানববন্ধন যোশর ইউনিয়ন শ্রমিক লীগের উদ্যোগে শ্রমিক দিবস পালন রায়পুরায় জাতীয় স্বাস্থ্য ও কল্যান দিবস ২০২৩ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত মহান মে দিবসে মাধবদীতে শোভাযাত্রা নরসিংদীতে আন্তর্জাতিক শ্রমিক দিবসে জাতীয় শ্রমিক লীগ নরসিংদী জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও খাবার বিতরণ প্রফেসর কালাম মাহমুদ কলকাতা থেকে সাহিত্যিক দিলীপ রায় স্মৃতি পুরস্কার পেলেন অপরাধ পর্যালোচনা এবং আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরু খামারের নিরাপত্তা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত নরসিংদীতে স্মার্ট বাংলাদেশ নির্মাণে আমাদের করণীয় ও স্মার্ট জেলা ইনোভেশন চ্যালেজ বিষয়ক মতবিনিময় সভা স্মার্ট বাংলাদেশ নির্মঅণে সকল ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন -নরসিংদী জেলা প্রশাসক

কাদির মোল্লার বিরুদ্ধে শ্রম আদালতে মামলা

Reporter Name
  • Update Time : Wednesday, April 5, 2023
  • 128 Time View

ডেস্ক রিপোর্ট: থার্মেক্স গ্রুপের এমডি আব্দুল কাদির মোল্লার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে শ্রম আদালতে। শ্রমিকের মজুরি পরিশোধ না করে নির্যাতনের পর বিনা নোটিশে চাকরি থেকে বের করে দেওয়ার অপরাধে শ্রম আদালতে শতাধিক মামলা করা হয়। মজুরি ভাতা না পাওয়ায় আরও সহস্রাধিক চাকরিচ্যুত শ্রমিক মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা গেছে। গত এক বছরে নানা অজুহাত দেখিয়ে এ গ্রুপ প্রায় দেড় হাজার শ্রমিককে চাকরিচ্যুত করেছে বলে জানা গেছে। তাদের সবার চাকরির বয়স দশ বছরের অধিক। ছাঁটাইয়ের এই তালিকায় শ্রমিকদের পাশাপাশি কর্মকর্তারাও রয়েছেন। অনৈতিকভাবে চাকরিচ্যুত হওয়ার পর অনেকেই মানবেতর জীবনযাপন করে মারাও গেছেন। এ বিষয়ে জানতে বারবার ফোন করেও আব্দুল কাদির মোল্লার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

অসহায় ভুক্তভোগী শ্রমিকদের একজন নরসিংদীর রায়পুরার রামনগরের জজ মিয়ার ছেলে জয়নাল মিয়া বলেন, দশ বছর সুপারভাইজার পদে থার্মেক্স ওভেন ডায়িং ফেব্রিক্সে কাজ করতেন তিনি। কোনো নোটিশ ছাড়াই তাকেসহ এ প্রতিষ্ঠান থেকে এক সঙ্গে ৭০ জনকে চাকরিচ্যুত করা হয়। দশ বছরাধিক চাকরি করার পর তাকে মাত্র ৯২ হাজার ৪১৭ টাকা দিয়ে বিদায় করেছে কোম্পানি। তার হিসাব মতে, তিন মাসের বেতন-ভাতা বোনাসসহ কমপক্ষে ৫-৭ লাখ টাকা পাওয়ার কথা।

থার্মেক্স গ্রুপে প্রায় ১৭ বছর ধরে এজিএম (নির্মাণ) পদে কর্মরত ছিলেন পঙ্কজ ঘোষ। গত বছরের ২১ জুন আকস্মিকভাবে কোম্পানির এমডি আব্দুল কাদির মোল্লার কক্ষে ডাকা হয় তাকে। কোম্পানির অবস্থা ভালো নয়, এমন নানা সমস্যা দেখিয়ে তাকে আগামীকাল থেকে আসতে বারণ করেন মোল্লা। এ কথা শুনে তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ে। এক সপ্তাহ পড়েই ছিল ঈদুল আজহা। নানা কাকুতি-মিনতি করার পর কোনো কথাই রাখেননি কাদির মোল্লা। তার আমলের কোনো কর্মকর্তারই বর্তমানে চাকরি নেই বলে জানিয়েছেন এ ভুক্তভোগী কর্মকর্তা। ২০০৫ সালে ৮ হাজার টাকা বেতনে চাকরিতে যোগদান করা এই প্রকৌশলী ২০২২ সালে মে মাসে সর্বশেষ বেতন পেয়েছেন ১ লাখ ৫ হাজার টাকা। প্রায় এক বছর হয়ে গেলেও এই কর্মকর্তাকে একটি টাকা না দিয়ে বিদায় করে দেওয়া হয়। তিনি জানান, এই কোম্পানিতে তার কমপক্ষে ১২ লাখ টাকা পাওনা রয়েছে। দিচ্ছি দিব করে প্রায় এক বছর হতে চলেছে।

থার্মেক্স-এর সাবেক এক জিএম বর্তমানে আমানতশায় চাকরি করেন। তার হাত ধরেই এই কোম্পানির ভিত মজবুত হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত টানা ডিউটি করে বাসায় ফেরার পথে কাদির মোল্লার ফোন পান। ফোনে আগামীকাল থেকে তাকে আসতে বারণ করে দেন তিনি। চাকরিচ্যুত হওয়ার ৭ বছর অতিক্রান্ত হলেও প্রাপ্য সুবিধাদি পাননি তিনি। সাবেক এই কর্মকর্তারা আরও জানান, শ্রমিকের ন্যায্য পাওনা না দিয়ে এই কষ্টের টাকা মেরে খাওয়া যেন এখন কাদির মোল্লার নেশায় পরিণত হয়েছে।

তবে অল্প কিছু ভুক্তভোগী বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১৩২ (১) ধারার বিধানমতে ঢাকার শ্রম আদালতে এই শিল্পপতির বিরুদ্ধে মামলা রুজু করেছেন। তারা হলেন, বাগেরহাট জেলার চিতলমারী থানার বড়বাড়িয়া গ্রামের মোল্লা নুরুল ইসলাম, মামলা নং ১২০৩/২০১৮, নরসিংদীর রায়পুরা উপজেলার কাশিমনগর গ্রামের খাদিজা আক্তার, মামলা নং ১২৭৩/২০১৮, একই উপজেলার দুকুন্দী গ্রামের মজিবুর রহমান মামলা নং ১৫০/২০১৮, শিবপুর উপজেলার উত্তর কারারদী গ্রামের ফাতেমা আক্তার, মামলা নং ১২৭৪/২০১৮, বাড়ই আলগী গ্রামের রামিজা, মামলা নং ১৪৯/২০১৮, কামারগাঁও গ্রামের শ্যামলী আক্তার মামলা নং ১৫৪/২০১৮, মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার বাগমারী গ্রামের একরামুল হক, মামলা নং ১৪২৮/২০১৭, কুড়িগ্রাম জেলার ওলিপুর নাড়িকেলবাড়িয়া গ্রামের আব্দুল মান্নান মামলা নং ১২৩৩/২০১৭, রাজবাড়ী জেলার সদর উপজেলার শিবরামপুর গ্রামের জাহাঙ্গির হোসেন মামলা নং ১২১২/২০১৭, টাঙ্গাইল জেলার সদর থানার বালিশ গ্রামের ইসলাম মামলা নং ১২৩২/২০১৭। ১২১২/২০১৭ নং মামলার বাদী রাজবাড়ী জেলার জাহাঙ্গির হোসেন বলেন, কোনো নোটিশ ছাড়াই বেতন-ভাতা বকেয়া রেখে তার মতো এমন ২০০ জনকে চাকরিচ্যুত করে এই প্রতিষ্ঠান। মামলা করেও এখন এই ক্ষমতাশালীর কাছ থেকে বকেয়া আদায় করা যাচ্ছে না। সূত্র: দৈনিক কালবেলা অনলাইন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category