1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
March 28, 2024, 9:18 am
সর্বশেষ সংবাদ
নবীনগরে পুকুর থেকে কচুরিপানা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু! চীনে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা বেলাবতে পূর্ব শত্রুতার জেরে স্বাস্থ্য সহকারীকে পিটিয়ে আহত, থানায় অভিযোগ ঈদে যাতায়াতে দুর্ভোগ, হয়রানি, ভাড়া নৈরাজ্য ও সড়ক দুর্ঘটনা কমাতে ঈদের ছুটি ০২ দিন বাড়ানোর দাবি যাত্রী কল্যাণ সমিতির গ্যালাক্সি এ১৫ ৫জি – দুর্দান্ত সব ফিচার ও অসাম ডিসপ্লে নিয়ে স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের নতুন চমক বাজারে নরসিংদীতে পিবিআই’র প্রেস রিলিজ গাইডলাইন ও ভিডিও এডিটিং কর্মশালা পলাশে ঘরে ঢুকে গৃহিনীকে গলাকেটে হত্যা পলাশে পুলিশের মাস্ক পড়ে অভিনব কায়দায় বাইক ছিনতাই পরিবারেরর অভিযোগ জমির বিরোধ নিয়ে হত্যা

নির্বাচন-আন্দোলন নিয়ে দোদুল্যমান বিএনপি, ভরসা বিদেশি হস্তক্ষেপ

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Friday, September 29, 2023
  • 973 বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

সরকার পতনের আন্দোলন ও নির্বাচনে অংশ নেওয়া নিয়ে দোদুল্যমান অবস্থায় আছে বিএনপি। দলটির এক অংশ নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে। কারণ মাঠ পর্যায় থেকে নেতাকর্মীদের চাপ আছে নির্বাচনে যাওয়ার। বিএনপির আরেক অংশ আন্দোলন চালিয়ে যেতে চায়। তবে বিএনপি আন্দোলন চালিয়ে গেলেও ভিতরে ভিতরে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি পুরোদমে চলছে।

বিএনপি নেতৃত্বের এক অংশ অক্টোবরেই সরকারের পতন ঘটাতে চায়। সে লক্ষ্যেই দেশজুড়ে রোড মার্চ করে দলের নেতাকর্মীদের চাঙ্গা করছে দলটি। আর অক্টোবর পর্যন্ত আন্দোলনকে টেনে নিতে প্রতিদিনই কর্মসূচি দিচ্ছে দলটি। এজন্য বিএনপি তাকিয়ে আছে বিদেশিদের দিকে। তারা আশা করছে, শিগগির সরকারের উপর আরও নিষেধাজ্ঞা আসবে। তাতে সরকার কাবু হয়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হবে।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, আন্দোলন করে সরকারের পতন ঘটানো যাবে না, এটা বিএনপি নেতারাও বুঝতেছেন। তারা মূলত তাকিয়ে আছেন যুক্তরাষ্ট্রসহ বিদেশিদের দিকে। ওই সূত্রের মতে, বিএনপি ও সমমনা দলগুলোর নেতারা মনে করছেন,  সরকার নির্বাচন করে ফেলবে। এমন বদ্ধমূল ধারণা মাঠপর্যায়ের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে। যার ফলে মাঠের আন্দোলন চাঙ্গা করা যাচ্ছে না। গত ১৫ বছর ধরে বিএনপির আন্দোলন দেখে মাঠের নেতাকর্মীদের মধ্যে যে হতাশা তৈরি হয়েছে সেটা আজও কাটিয়ে উঠতে পারেনি দলটি। মাঠের নেতাকর্মীরা বরাবর অভিযোগ করে আসছেন, দলের নেতারা আন্দোলনের ডাক দিয়ে মাঠে থাকেন না। যার ফলে গত ১৫ বছর ধরেই আন্দোলন সফল করা যাচ্ছে না।

তবে বিএনপি নেতারা এখন নতুন কর্মসূচি দেওয়ার কথা ভাবছেন। তারা দুই এক দিনের মধ্যেই নতুন কর্মসূচি ঘোষণা করবেন। এসেবের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ঘেরাও, আদালত চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি। বিএনপি অক্টোবর পর্যন্ত আন্দোলন টেনে নিতে চায়। অক্টোবরের শেষ দিকে মাত্র পাঁচ-সাত দিনের ঢাকা ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচি দিয়ে সরকারের পতন ঘটাতে চায়। অবশ্য এর আগে একদিন হরতাল ডেকে পরিস্থিতি বুঝার চেষ্টা করবে বিএনপি। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে নেতা-কর্মীদেরকে ঢাকামুখী হওয়ার বার্তা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে বিএনপির একাধিক সূত্রে জানা গেছে, সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও তারেক রহমানের মধ্যে যোগাযোগ হয়েছে। সেখানে পিটার হাস তারেক রহমানের কাছে নির্বাচন নিয়ে প্রস্তুতি জানতে চাইলে তারেক জানিয়েছেন, দলের কেন্দ্রীয় কয়েকজন নেতারা নির্বাচনে যেতে চাইলেও সাধারণ কর্মীরা চায় না, কর্মীদের সিদ্ধান্তের বাইরে তারা যাবেন না। কিন্তু বিএনপির একাধিক সূত্র বলছে, মাঠ পর্যায় থেকে নেতাকর্মীদের চাপ আছে নির্বাচনে যাওয়ার। নেতাকর্মীরা মুখিয়ে আছেন। দীর্ঘ ১৭ বছর ধরে দল ক্ষমতার বাইরে থাকায় নেতাকর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে। তাই তারা এখন নির্বাচনে যেতে অস্থির হয়ে উঠেছে।

বিএনপির একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বিএনপি নেতৃত্ব আন্দোলন ও নির্বাচন নিয়ে দোদুল্যমান অবস্থায় আছেন। নির্বাচনের প্রস্তুতি দলের ভিতরে পুরোদমে চলছে। আবার আন্দোলনের কর্মসূচি দেখে বুঝার উপায় নেই যে সত্যি সত্যিই সরকারের পতন ঘটানো যাবে।

 

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন