1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
সর্বশেষ সংবাদ
নরসিংদী রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স অনুষ্ঠিত শিবপুরে পুকুর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার রাজাদী চিনিশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত মাধবদীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারী নিহত নরসিংদী সদর ও পলাশে অনুষ্ঠিত হলো ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ ঐতিহ্যের স্মারক রাজশাহী জেলা প্রশাসন ২৫২ বছরে পদার্পণ দেশসেরা এসএসসির ফলাফল নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস `মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাংলাদেশে এখনই প্রভাব পড়বে না’ চাকরির শুরু এবং শেষ দু’টোই হোক আনন্দময়

নরসিংদী রেলওয়ে স্টেশনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ৩৫ রাউন্ড ফাঁকাগুলিবর্ষণ ॥ গ্রেফতার ৬০

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Saturday, October 28, 2023
  • 152 বার দেখা হয়েছে

হলধর দাস॥ ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ কর্মসূচীতে অংশ নিতে নরসিংদী রেলওয়ে স্টেশন থেকে ঢাকা যাওয়ার পথে রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ অন্ততঃ ৬০ জনকে আটক করেছে জেলা পুলিশ। শনিবার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকাগামী তিতাস কমিউটার, আন্তনগর এগারসিন্দুর ট্রেনে তল্লাশি চালিয়ে ও স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, সকাল থেকে নরসিংদী রেলওয়ে স্টেশনে জেলা পুলিশসহ রেলওয়ে পুলিশ ফাঁড়ির বিপুল সংখ্যক পুলিশ স্টেশনে অবস্থান নেয়। সকাল পৌনে আটটায় তিতাস কমিউটার নরসিংদী রেলওয়ে স্টেশনে এসে থামলে পুলিশ ট্রেনে তল্লাশি চালায়। যাদের সন্দেহ হয় ট্রেন থেকে থামিয়ে পুলিশ হেফাজতে রাখে। এসময় নরসিংদী স্টেশন থেকে রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকনের নেতৃত্বে বিএনপি, যুবদল, ছাত্র দল ও ওলামাদলের প্রায় ৩০/৩৫জন ট্রেনে ওঠার চেষ্টা করলে পুলিশ তাদেরকে বাধা দেয়। পুলিশের হাতে বাধা প্রাপ্ত হয়ে তারা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তখন পুলিশ ফাঁকা গুলি বর্ষণ করে। এতে বিএনপির নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পাথরের আঘাতে তিনজন পুলিশ সদস্য আহত হয়।
এ ঘটনায় পুলিশ রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, নরসিংদী জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক নূরুজ্জামান, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন, জেলা জিয়া মঞ্চের সভাপতি ও সাবেক ইউপি সদস্য কামাল হোসেন, রায়পুরা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক সহ অন্ততঃ ৬০ জনকে আটক করে থানায় নিয়ে যায়।
এব্যাপারে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিএনপির শতাধিক কর্মী ট্রেনে উঠতে না পেরে পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ে। এতে তিন পুলিশ সদস্য পাথরের ঘাতে আহত হয়। পরে ৩৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ ৩০ জনকে আটক করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন