1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur

নরসিংদীতে সংসদ নির্বাচন কেন্দ্রে হামলা-ভাঙচুর, পুলিশের গুলির পর ভোট বাতিল

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Monday, January 8, 2024
  • 94 বার দেখা হয়েছে

 

ডেস্ক রিপোর্ট: নরসিংদীর শিবপুরের দুলালপুর ফাজিল (ডিগ্রি) মাদরাসা কেন্দ্রে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা ব্যালট পেপার ছিনিয়ে নেয়। এতে বাধা দিলে প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর করা হয়। পরে ওই কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল করে স্থগিত ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা।

এর আগে হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই কেন্দ্রে দায়িত্বে থাকা আনসার ও পুলিশ সদস্যরা পরপর ছয় রাউন্ড ছোড়েন। এ সময় ঘটনাস্থল থেকে আটজনকে আটক করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এদিকে ঘটনার পরপরই নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা ড. বদিউল আলম, নরসিংদী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. রেজাউল হাসান বলেন, দুপুর ১টার দিকে ৫০ থেকে ৬০ জন লোক হঠাৎ কেন্দ্রের ভেতরে ঢুকে ব্যালট পেপার ছিনিয়ে নেয়। ওই সময় বাধা দিতে গেলে তারা আমাদের মারধর ও কেন্দ্র ভাঙচুর করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দায়িত্বরত আনসার ও পুলিশ সদস্যদের গুলি করার নির্দেশ দেওয়া হয়। পরপর ছয় রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। ওই সময় তাদের হামলা থেকে বাঁচতে আমরা দরজা বন্ধ করে দেই।

অন্যদিকে নরসিংদী-৪ আসনের (বেলাব-মনোহরদী) সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে জাল ভোট দেওয়াসহ অনিয়মের অভিযোগে শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহামুদ হুমায়ূনের ছেলে ও কেন্দ্রীয় যুবলীগ নেতা মনজুরুল মজিদ মাহামুদ হুমায়ন সাদীকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে প্রশাসন।

নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা ড. বদিউল আলম বলেন, ব্যালট পেপার ছিনতাই, কেন্দ্রে হামলা ও প্রিসাইডিং কর্মকর্তাকে মারধরের অভিযোগে শিবপুরের দুলালপুরের একটি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। শিবপুরে একটি ও মনোহরদীতে একটিসহ মোট দুটি কেন্দ্র স্থগিত করা হয়েছে। বাকি সব কেন্দ্রের পরিবেশ সুষ্ঠ আছে। সেখানে নির্বিঘ্নে ভোটগ্রহণ হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন