1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur

আসাদের রক্তে ভেজা শার্ট আজ আমাদের প্রাণের পতাকা ২০ জানুয়ারী শহিদ আসাদ দিবস

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Monday, January 15, 2024
  • 131 বার দেখা হয়েছে

একেএম শাহজাহান
২০ জানুয়ারী শহিদ আসাদ দিবস। ৫১ বছর আগে ৬৯ এর এই দিনে ঐতিহাসিক ১১ দফা আদায়ের গর্জে উঠা জনতার উপর পুলিশের গুলি বর্ষণে ছাত্রনেতা আসাদুজ্জামান শহিদ হন। ৬৯ এর ২০ জানুয়ারী ছিল গণতন্ত্র ও স্বাধিকার আদায়ের স্মরণজয়ী শপথের দিন। সেদিন গণঅভ্যুত্থান এক কালজয়ী প্রেরণা। শহিদ আসাদ দিবস উপলক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল, যুব, শ্রমিক ও সামাজিক সংগঠন ব্যাপক কর্মসূচী নেয়। এর মধ্যে নরসিংদীর শিবপুরে শহিদ আসাদের কবরে পুষ্পস্তবক অর্পন ও শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও গণজমায়েত।
শহিদ আসাদ এর পুরো নাম আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান। পিতা মরহুম আলহাজ¦ মাওলানা আবু তাহের। শহিদ আসাদ এর মা রতœগর্ভা, শহদি মাতা মতিজাহান খাদিজা খাতুন।
শহিদ আসাদ এর মৃত্যু পরবর্তীতে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন “আমি আসাদের মা! কিন্তু আসাদ আর এখন কেবল আমার সন্তান নয়, সে ছড়িয়ে আছে এ দেশের প্রতিটি ধূলিকণায়। তার আদর্শ সঞ্চারিত হয়ে আছে গণতন্ত্রকামী মানুষের চেতনায়। এদেশের মানুষের জীবনে সমৃদ্ধি আসুক, স্বৈরাচার যেন আর কোনদিন ফিরে না আসে আমাদের প্রিয় এই জন্মভূমিতে এই আশা বুকে ধারণ করেই আমি বেচেঁ আছি আমাদের স্মৃতিধন্য এই শ্যামল বাংলায়। গণঅভ্যুত্থানে হারিয়ে যাওয়া সকল শহিদই আমার আসাদ।” শহিদ আসাদের বাবা ছিলেন শিক্ষক। শিক্ষকতা পেশায় থাকাকালীন ১৯৩৮ সনে বি.টি পাশ করেন। শিমুলিয়া, পোড়াদিয়া হাইস্কুলে শিক্ষকতা শেষে ১৯৪১ সনে নবপ্রতিষ্ঠিত হাতিরদিয়া হাই স্কুলে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। এ সময় মতিজাহান খাদিজা খাতুন স্বামীর সাথে হাতিরদিয়ায় অবস্থান করেন। এই হাতিরদিয়ায়ই স্কুল সংলগ্ন প্রধান শিক্ষকের কোর্য়াটার (একটি টিনসেড ঘরে) ১৯৪২ সালের ১০ জুন আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান জন্মগ্রহণ করেন। আসাদের শৈশব কেটেছে হাতিরদিয়ায়। তাঁর পৈত্রিক নিবাস নরসিংদী জেলাধীন শিবপুর উপজেলার ধানুয়া গ্রামে। এ গ্রামেরই এক ঐতিহ্যবাহী, সম্ভ্রান্ত, নিষ্ঠাবান, মুসলিম পরিবারের সন্তান আসাদ। ১৯৪৮ সনে মাওলানা আবু তাহের হাতিরদিয়া হাই স্কুল ছেড়ে শিবপুর হাই ইংলিশ স্কুলে (কলিকাতা বিশ^বিদ্যালয় প্রদত্ত নাম ছিল শিবপুর এইচ. ই. স্কুল) প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। প্রসঙ্গঃত উল্লেখ্য শিবপুর হাই ইংলিশ স্কুল থেকেই তিনি মেট্রিকুলেশন পাশ করেন।
আসাদ ১৯৬৯ সনে শিবপুর হাইস্কুলে থেকে মেট্রিকুলেশন পাশ করে সিলেটের এমসি (মুরারী চাঁদ) কলেজে আই এস সি-তে ভর্তি হন। সেখান থেকেই সক্রিয়ভাবে রাজনীতে জড়িয়ে পড়েন। রাজনীতিতে সক্রিয়তার কারণে গ্রুপ পরিবর্তন করে আই. এ.-তে ভর্তি হন। আসাদ ১৯৬৩ সনে আই এ পাশ করেন। ১৯৬৬ সনে ইতিহাসে বিএ (অনার্স) এবং ১৯৬৭ সনে এমএ ডিগ্রী লাভ করেন। ১৯৬৮ সনে ঢাকা সিটি ‘ ল ’ কলেজে এলএলবি-তে ভর্তি হন। এমএ-তে আশানুরূপ ফল না হওয়ায় দ্বিতীয় বার মানোন্নয়ন এমএ পরীক্ষা দেন। কিন্তু জীবদ্দশায় এ পরীক্ষার ফলাফল আসাদ দেখে যেতে পারেননি। ঢাকা বিশ^বিদ্যায়লয়ের আবাসিক ছাত্র হিসেবে তিনি ঢাকা হলে (বর্তমানে সার্জেন্ট জহুরুল হক হল) থাকতেন। তিনি ছিলেন ঢাকা হলের ভিপি ও তৎকালীন পুর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন (মেনন গ্রুপ) ঢাকা বিশ^বিদ্যালয়ের আহ্বায়ক।
১৯৬৮ সালের ২৯ শে ডিসেম্বর রবিবার মাওলানা ভাসানীর পুর্ববাংলার হাট বাজারে হরতাল আহ্বান করলে শিবপুরে তৎকালীন কৃষক সমিতির কেন্দ্রীয় নেতা আব্দুল মান্নান ভূইয়া ও কেন্দ্রীয় ছাত্রনেতা, ঢাকা হলের ভিপি আসাদুজ্জামান আসাদ ও অন্যান্য নেতৃবৃন্দ সফলভাবে হরতাল পালন করে। কিন্তু হরতাল পালনকালে হাতিরদিয়ায় পুলিশের গুলিতে ৪ জন শহিদ হন। আসাদ মাথায় আঘাত প্রাপ্ত হয়েও ঢাকায় এসে পত্রিকা অফিসে এ ঘটনার খবর পৌছেঁ দিলে পরদিন পত্রিকা গুলিতে ফলাও করে এ সংবাদ ছাপা হয়। এ ঘটনা পূর্ববাংলার জনসাধারণকে বিদ্রোহী করে তোলে এবং তৎকালীন স্বৈরশাসক আইয়ূব বিরোধী আন্দোলন তীব্র গতি সঞ্চার করে। স্বৈরতান্ত্রিক শাসন উচ্ছেদের জন্য ছাত্র সমাজ সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে এবং ১১ দফা কর্মসূচী ঘোষণা করে। আন্দোলন জোরদার হতে থাকলে স্বৈরশাসক মিছিল সমাবেশের উপর ১৪৪ ধারা জারী করে। ২০ জানুয়ারী পুলিশী জুলুমের প্রতিবাদে হাজার হাজার ছাত্র-ছাত্রীর উপস্থিতে বিশ^বিদ্যালয় চত্ত্বরে ছাত্র নেতৃবৃন্দের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে ১৪৪ ধারা ভঙ্গ করে বিশ^বিদ্যালয় চত্ত্বর থেকে বিরাট মিছিল বের হয়। মিছিলের একাংশ ঢাকা মেডিকেল কলেজের সামনের রাস্তা ধরে চানখার পুলের দিকে অগ্রসর হওয়ার সময় স্বশস্ত্র পুলিশ ও ইপিআর বাহিনী দ্বারা বাধাগ্রস্থ হলে সংঘর্ষের শুরু হয়। এমন পরিস্থিতিতে বেলা আনুমানিক দেড়টায় মূল ঘটনার অনতিদূরে মেডিকেল কলেজ হাসপতালের পূর্ব দিকের প্রধান ফটকের পাশের ফুটপাতে জনৈক পুলিম অফিসারের পিস্তলের গুলিতে আসাদের হৃদপিন্ড বিদীর্ণ হয়। গুলিবিদ্ধ আসাদের লাশ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরের দিন ২১ জানুয়ারী নিজ গ্রাম শিবপুরের ধানুয়ায় পারিবারিক গোরস্তানে তাকে সমাহিত করা হয়।
আসাদের ছিল একটি আদর্শ-দীপ্ত, কর্মবহুল বৈচিত্রময় জীবন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হলেই আজকের প্রজন্ম দেশ প্রেমে উদ্ধুদ্ধ হবে, গণতন্ত্র সুসংহত হবে, জাতির ইতিহাস সমৃদ্ধ হবে। তাই আজ প্রয়োজন আসাদকে জানা, জানানো এ অঙ্গীকার হউক আমাদের সকলের। -সাবেক জেলা শিক্ষা অফিসার, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন