1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২১ এর শুভ উদ্বোধন

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Sunday, November 7, 2021
  • 243 বার দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট: গত ০৪ নভেম্বর বৃহস্পতিবার জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২১ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় চত্ত্বরে এই উদ্বোধনী অনুষ্ঠিত হয়।


জীবনের ঝুঁকি নিয়ে দ্রুততম সময়ে জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যগণের ভূমিকা প্রশংসনীয় উল্লেখ করে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এ দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখার মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স একটি স্বয়ংসম্পূর্ণ ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠান হিসেবে অধিকতর সমৃদ্ধি লাভ করবে এই আশাবাদ করছি।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক ব্যবহৃত সরঞ্জামাদি দর্শন করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বহর জেলার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন