1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
May 13, 2024, 12:27 pm
সর্বশেষ সংবাদ
দেশসেরা এসএসসির ফলাফল নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস `মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাংলাদেশে এখনই প্রভাব পড়বে না’ চাকরির শুরু এবং শেষ দু’টোই হোক আনন্দময় সমন্বয়হীনতা আর কোন্দলে দুর্বল হয়ে পড়ছে বিএনপি মনোহরদী উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মত বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় নিহত ‘অড সিগনেচার’ ব্যান্ডের সদস্য আহাসান তানভীর পিয়াল পলাশে আন্তঃনগর ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু শিবপুর উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতার প্রার্থীতা প্রত্যাহার রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের উদ্যোগে উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

নরসিংদীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক |
  • পোস্টের সময় Sunday, April 28, 2024
  • 22 বার দেখা হয়েছে

‘স্মাট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। কর্মসূচিগুলোর মধ্যের ছিলো বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের শুভ সুচনা, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ৯ টায় নরসিংদী জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, সিনিয়র জেলা ও দায়রা জজ মোসতাক আহমেদ-এর নেতৃত্বে আদালত চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের শুভ সুচনা করা হয়।

পরে আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় আদালত প্রাঙ্গনে এসে শেষ হয়। র‍্যালিতে জেলা জজ আদালতের বিচারক, কর্মকর্তা-কর্মচারি,আইনজীবী, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যাক্তিরা অংশগ্রহণ করেন।

পরে জেলা জজ আদালত চত্বরে জাতীয় আইনগত সহায়তা দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, সিনিয়র জেলা ও দায়রা জজ মোসতাক আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মেহেরুন্নেসা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোল্যা সাইফুল আলম, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম, সিভিল সার্জন ডা: ফারহানা আহমেদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ শামীমা পারভীন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইফাত মুবিনা ইউসুফ, আ.ন.ম. ইলিয়াস, তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জা, নরসিংদী জেলা হাসপাতালের। তত্বাবধায়ক ডাঃ এ.এন.এম মিজানুর রহমান, জেলা আইনজীবী সমিতি সভাপতি কাজী নাজমুল ইসলাম, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ এলিছ জাহান প্রমূখ। এসময় বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও জেলা আইনজীবী সমিতির সদস্যসহ নরসিংদী জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা ও কমচারীসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ৩ জন প্যানেল আইনজীবীকে সেরা প্যানেল আইনজীবীর ক্রেস্ট প্রদান করা হয়। তাদের মধ্যে অ্যাড. ইশরাত জাহান শম্পা প্রথম, অ্যাড. মোসা. ফাতেমা বেগম দ্বিতীয় ও অ্যাড. মনিরা বেগম তৃতীয়।

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আদালত চত্বরে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষা করার জন্য একটি স্টল খোলা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন