1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
October 3, 2023, 11:26 am

বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সুস্থ ৮ লাখ ১৫ হাজার ৮৯১ জন

Reporter Name
  • Update Time : Sunday, April 26, 2020
  • 319 Time View

আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাসে যেখানে থেমে গেসে মানুষের জীবন সেখানে স্বস্তির সংবাদ জানালো ওয়ার্ল্ডমিটার। বিশ্বে করোনা আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছে ৭ লাখ ৮১ হাজার ৩৮২ জন। তারা সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রভাবে থমকে গেছে পুরো বিশ্ব। বিশ্বের বিভিন্ন দেশে চলছে লকডাউন। কিন্তু সব কিছুর পরও করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এদিকে পুরো বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে ২৮ লাখ ছুয়ে গেল। বর্তমানে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর তালিকায় আরো আছে স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি যাদের আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে।
এটি হল এমন একটি ভাইরাস যা মানুষের শ্বাসতন্ত্রকে আক্রমণ করে । কিন্তু বর্তমানে করোনা ভাইরাসের নামে যে ভাইরাস টি মানুষের মাঝে ছড়িয়েছে সেটি আসলে করোনা ভাইরাসের একটি প্রজাতি! এই ভাইরাসটির সাথে সার্স ভাইরাসের উল্লেখযোগ্য মিল পাওয়া যায় বলে একে বিজ্ঞানীরা সার্স কোভিড-১৯ বলে আখ্যা দেয়।
চিনের উহান শহরে গত ২৬ ডিসেম্বর ২০১৯ সালে করোনা ভাইরাস প্রথম সনাক্ত করা হয়। পরবর্তিতে এই ভাইরাসের নতুন বৈশিষ্ট আবিষ্কৃত হয়। করোনা ভাইরাস মানবদেহের কোষে প্রবেশ করে নিজের সংখ্যা বৃদ্ধি করে । করোনা ভাইরাস প্রধানত মানবদেহের ফুসফুসের কোষকে আক্রমণ করে। এই ভাইরাসের গঠনের সাথে সারস ভাইরাসের মিল থাকায় প্রাথমিক ভাবে ধারনা করা হয় যে এই ভাইরাস বাদুরের মাধ্যমে মানুষের মাঝে ছড়িয়েছে।
কোভিড-১৯ মানব দেহে প্রবেশ এর পর কোষের রেসিপ্টর এর সাথে যুক্ত হয়ে কোষের অভ্যন্তরে প্রবেশ করে। পরে কোষের সম্পূর্ণ আয়ত্ত্ব নিয়ে ভাইরাস টি নিজের সংখ্যা বৃদ্ধি করতে থাকে। সংখ্যা বৃধির কাজ সম্পন্ন হলে মানব কোষ টি ধ্বংস করে ভাইরাস গুলো মুক্ত হয়। পরে এগুলো মানুষের ফুসফুসের কোষকে আঘাত হানে এবং সে কোষ গুলো নষ্ট করতে থাকে।
সুত্রঃ ওয়ার্ল্ডমিটার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category