1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur

জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে শিবপুর উপজেলার ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Monday, December 25, 2023
  • 129 বার দেখা হয়েছে

 

ডেস্ক রিপোর্ট: সোমবার (২৫ ডিসেম্বর-২০২৩খ্রি.) শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, শিবপুর, নরসিংদীর হলরুমে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে শিবপুর উপজেলার ভোট গ্রহণ কর্মকর্তা (প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের সাথে) নির্বাচন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রশিক্ষণ প্রদান কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা  প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. বদিউল আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিপিএম, শাহ্ মোঃ সজীব। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার, শিবপুর, নরসিংদী এর সভাপতিত্বে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন নরসিংদীর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রবিউল আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শিবপুর সার্কেল) মোঃ মেসবাহ্ উদ্দিন, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন  এবং শিবপুর উপজেলা নির্বাচন অফিসার ফারিজা নুর।

প্রশিক্ষণ কর্মশালায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রিজাইডিং কর্মকর্তাদের দ্বায়িত্ব পালন নিয়ে আলোচনা করা হয়।

নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে প্রিজাইডিং কর্মকর্তাদের যথাযথভাবে দ্বায়িত্ব পালনের গুরুত্বারোপ সহ প্রয়োজনীয় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় অন্যান্য নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও ভোটগ্রহণকারী সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন