1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
সর্বশেষ সংবাদ
নরসিংদী রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স অনুষ্ঠিত শিবপুরে পুকুর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার রাজাদী চিনিশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত মাধবদীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারী নিহত নরসিংদী সদর ও পলাশে অনুষ্ঠিত হলো ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ ঐতিহ্যের স্মারক রাজশাহী জেলা প্রশাসন ২৫২ বছরে পদার্পণ দেশসেরা এসএসসির ফলাফল নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস `মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাংলাদেশে এখনই প্রভাব পড়বে না’ চাকরির শুরু এবং শেষ দু’টোই হোক আনন্দময়

বিএনপি-জামায়াত সমর্থিতদের নিরঙ্কুশ জয় ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে

নিজস্ব প্রতিবেদক |
  • পোস্টের সময় Sunday, January 21, 2024
  • 136 বার দেখা হয়েছে

ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ সভাপতি-সম্পাদক ও যুগ্ন সাধারণ সম্পাদক সহ ১১টি পদে নিরঙ্কুশ জয়লাভ করেছেন।

শনিবার (২০ জানুয়ারি) অনুষ্ঠিত এ নির্বাচনে ১৫টি পদের মধ্যে সহ-সভাপতি ও অর্থ সম্পাদক সহ বাকী ৪টি পদে জয় পেয়েছে সরকারি দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ।

একইদিন রাত সাড়ে ১১টার দিকে উভয় প্যানেলের প্রতিদ্বন্ধী প্রার্থীদের উপস্থিতিতে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন সমিতির নির্বাচন কমিশনার ও সাধারণ সম্পাদক আমিনুল করিম মজুমদার।

ঘোষিত ফলাফলে বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদের মো. আবদুস সাত্তার ১৭০ ভোট পেয়ে সভাপতি পদে বিজয় হয়েছেন,তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ফারুক পেয়েছেন ১৫৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে একই প্যানেলের মো. টিপু সোলায়মান ১৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রসিক শেখর ভৌমিক পেয়েছেন
১২১ ভোট।

সহ-সভাপতি পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মো. শামসুল হুদা ১৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ ইসহাক পেয়েছেন
১৭২ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে সমমনা আইনজীবী ঐক্য পরিষদের এমদাদ হোসাইন ১৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জামাল উদ্দিন পেয়েছেন ১৫৮ ভোট।

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে সমমনা আইনজীবী ঐক্য পরিষদের মোহাম্মদ হেদায়েত উল্লাহ ভূঞা ১৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছে, তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী শরফুদ্দিন আহাম্মদ ডালিম পেয়েছেন ১৬২ ভোট।

অডিটর পদে সমমনা আইনজীবী ঐক্য পরিষদের
মো: আরিফ ১৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের
সেলিম উদ্দিন সজিব পেয়েছেন ১১৩ ভোট।

অর্থ সম্পাদক পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের
মো: আরশাদ আলী ভূঞা ১৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী পেয়েছেন ১৪১ ভোট।

লাইব্রেরী সম্পাদক পদে সমমনা আইনজীবী ঐক্য পরিষদের মোহাম্মদ মোশাররফ হোসেন খন্দকার ১৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী মোহাম্মদ সাইফুল ইসলাম পেয়েছেন ১৪২ ভোট।

এছাড়া ৬টি নির্বাহী সদস্য পদের মধ্যে ৪টিতে বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদের মো: মনির উদ্দিন মিনু, মো: মাঈন উদ্দিন রাজু, মো: ইউসুফ, আনোয়ার হোসেন ফরহাদ এবং দুটিতে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের কাজি মোজাহেরুল ইসলাম জাহিদ ও ফারিহা জাহান জয়ী হন।

প্রসঙ্গত,১৫টি পদের বিপরীতে দুইটি প্যানেলে ৩০ জন ও অডিটর পদে স্বতন্ত্র এক প্রার্থীসহ মোট ৩১ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতি ভবনের দ্বিতীয় তলায় ৩৩২ জন ভোটারের মধ্যে ৩২০ জন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন