1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
সর্বশেষ সংবাদ
রাজাদী চিনিশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত মাধবদীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারী নিহত নরসিংদী সদর ও পলাশে অনুষ্ঠিত হলো ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ ঐতিহ্যের স্মারক রাজশাহী জেলা প্রশাসন ২৫২ বছরে পদার্পণ দেশসেরা এসএসসির ফলাফল নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস `মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাংলাদেশে এখনই প্রভাব পড়বে না’ চাকরির শুরু এবং শেষ দু’টোই হোক আনন্দময় সমন্বয়হীনতা আর কোন্দলে দুর্বল হয়ে পড়ছে বিএনপি মনোহরদী উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মত বিনিময় সভা

এসএসসি বিদায়ী শিক্ষার্থীদের লাঞ্ছনা, প্রধান শিক্ষকের প্রত্যাহার চেয়ে আন্দোলন

নিজস্ব প্রতিবেদক |
  • পোস্টের সময় Thursday, January 25, 2024
  • 127 বার দেখা হয়েছে

এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ে টাকা নিয়েও খরচ না করা, নিম্নমানের খাবার পরিবেশন ও অসৌজন্য মূলক আচরনের প্রতিবাদে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে স্কুল প্রাঙ্গণে আন্দোলন করেছে এসএসসি পরীক্ষার শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থীরা এই আন্দোলনের নামে।

বিদায়ী এসএসসি পরীক্ষার্থী লুবানা, শাহরিয়া ও হামজা বলেন, আজকে আমাদের বিকেলে দশম শ্রেণীর বিদায় অনুষ্ঠান ছিল। বিদায় অনুষ্ঠানে একটি প্যান্ডেল ও মিলাদ মাহফিলে আয়োজন করা হয়। তার সাথে বিভিন্ন আয়োজনও থাকে। কিন্তু আজকে স্কুলে এসে দেখি এখানে কোন আয়োজনই করা হয়নি। আমাদেরকে ভিতরে ঢুকতে দেয়নি, পরবর্তীতে জোর করে আমরা স্কুলে ডুকি। আনুষ্ঠানিকভাবে আমাদেরকে বিদায় দেয়ার কথা থাকলেও প্রধান শিক্ষক শিউলি আক্তার তা করেনি। পরে স্কুলের অন্য শিক্ষকরা কোনরকম দায়সারা ভাবে আমাদের বিদায় দেয়ার চেষ্টা করলেও উনি বার বার বিভিন্ন অজুহাত দেখে বাধা দেন। পরবর্তীতে হলরুমে তিনজন শিক্ষককে নিয়ে মাত্র তিন মিনিটের একটি অনুষ্ঠানের আয়োজন করার নির্দেশ দেয়। তিন মিনিটের মধ্যে আমাদেরকে বিদায় দিয়ে ফেরত পাঠানো চেষ্টা করে। এ সময় আমাদেরকে এতটাই নিম্নমানের খাবার দেয়া হয় যা, মুখে তোলা যায় না। অথচ প্রত্যেক শিক্ষার্থীদের কাছ থেকে দেড়শ করে টাকা নেয়া হয়েছে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে। উনি একজন প্রতিষ্ঠান প্রধান হয়েও আমাদেরকে বিদায় দিতে আসেনি। আমাদের স্কুলে ৬০ জন শিক্ষক ছিল কিন্তু বিদায় অনুষ্ঠানে উনি কাউকে আসতে বলেন নি। উনি নিজে অফিস কক্ষে বসে ছিলেন। মাত্র তিন জন শিক্ষককে পাঠিয়েছেন। বসে বসে সবকিছু পরিচালনা করছিল। প্রধান শিক্ষক শিউলি আক্তার গত দুই বছর আগে আমাদের স্কুলে এসেছে। উনি আসার পরপর বিভিন্ন অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে ফান্ডের নামে টাকা তোলা হয়। প্রতিদিন আমাদেরকে যে খাবার দেয়া হয় তা খুবই খুবই খারাপ খাবার। এর প্রতিবাদ করলে বিভিন্নভাবে আমাদেরকে উনি মানসিক নির্যাতন করে। আমাদের অনেক শিক্ষক ও সহপাঠীদের বিভিন্ন অজুহাত দেখিয়ে স্কুল থেকে বের করে দিয়েছে উনি। উনাকে যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না করা হবে আমরা আন্দোলন চালিয়ে যাবো।

অভিযোগের বিষয়ে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলী আক্তার বলেন, সরকারি বিদ্যালয়ে বাজেট কম থাকায় এবার আমরা বিদ্যালয়ের শ্রেণী কক্ষে মিলাদ ও বিদায় অনুষ্ঠান করেছি। সেজন্য বাচ্চারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিন বলেন, শিক্ষার্থীদের সাথে আমার কথা হয়েছে। সবকিছু বিচার-বিশ্লেষণ করে। পরিস্থিতি শান্ত করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন