1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
সর্বশেষ সংবাদ
রাজাদী চিনিশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত মাধবদীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারী নিহত নরসিংদী সদর ও পলাশে অনুষ্ঠিত হলো ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ ঐতিহ্যের স্মারক রাজশাহী জেলা প্রশাসন ২৫২ বছরে পদার্পণ দেশসেরা এসএসসির ফলাফল নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস `মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাংলাদেশে এখনই প্রভাব পড়বে না’ চাকরির শুরু এবং শেষ দু’টোই হোক আনন্দময় সমন্বয়হীনতা আর কোন্দলে দুর্বল হয়ে পড়ছে বিএনপি মনোহরদী উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মত বিনিময় সভা

নরসিংদী সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার পদত্যাগের দাবি ডিসি অফিসের সামনে শিক্ষার্থীদের অবস্থান ও বিক্ষোভ

স্টাফ রিপোর্টার:
  • পোস্টের সময় Sunday, January 28, 2024
  • 148 বার দেখা হয়েছে

নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলী আক্তারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও বিভিন্ন অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তার পদত্যাগ চেয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে  বিক্ষোভ কর্মসূচী পালন করেছে স্কুলের শিক্ষার্থীরা।

আজ রোববার সকাল ১০ টা থেকে বেলা ২টা পর্যন্ত এই বিক্ষোভ কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা, এর আগে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচীও পালন করে তারা।

এর আগে গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেল থেকে রাত সাড়ে ৮টা পযর্ন্ত স্কুল প্রাঙ্গণেও বিক্ষোভ করে শিক্ষার্থীরা। ওইদিন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিলো। এতে বিপুল পরিমানে চাঁদা আদায় হলেও কোনো রকম আনুষ্ঠানিকতা ছাড়াই তাদের বিদায় দেয়ায় ফুঁসে উঠে শিক্ষার্থীরা। ফলে ওই ঘটনাকে কেন্দ্র করে রাত আটটা পর্যন্ত স্কুল প্রাঙ্গনে আন্দোলন করে শিক্ষার্থীরা এ সময় প্রধান শিক্ষিকাকে পদত্যাগে বাধ্য করতে রাত সাড়ে ৮টা পর্যন্ত স্কুলে অবরুদ্ধ করে রাখে।

এই পরিস্থিতিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে উক্ত ঘটনায় শিক্ষার্থীদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং দোষী প্রমাণিত হলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাসে তখন শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে বাড়ি ফিরে যায়। এ সময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষক শিউলি আক্তারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকতার কাছে লিখিত অভিযোগ দেন।

এদিকে তিন দিনেও এই দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের বদলি না হওয়ায় আন্দোলনের অংশ হিসেবে  তারা পুণরায় আজ সকাল থেকে আন্দোলনের ঘোষণা দেয়। আজকের আন্দোলনে এসএসসি পরীক্ষার্থীদের সাথে অন্যান্য ক্লাসের  সকল শিক্ষার্থীরা একাত্মতা ঘোষণা করে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে নতুন করে আন্দোলন শুরু করেন। স্কুলের কয়েক শত শিক্ষার্থী মিছিল সহ প্রেস ক্লাবের সামনে গিয়ে মানববন্ধন করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়।

এ সময় কয়েকজন শিক্ষার্থী জেলা প্রশাসক ড. বদিউল আলমের কাছে তাদের আবেদন তুলে ধরেন। আবেদনের  প্রেক্ষিতে জেলা প্রশাসক একটি উচ্চ পর্যায়ের শক্তিশালী তদন্ত কমিটি গঠনের মাধ্যমে আগামী দুই দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন বলে আন্দোলনকারী শিক্ষার্থীদের জানান।

এই অবস্থায় জেলা প্রশাসকের আশ্বাসে শিক্ষার্থীরা বেলা দুইটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ভিক্ষোভ কর্মসূচী স্থগিত করে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে এবং উক্ত দুর্নীতিবাজ প্রধান শিক্ষিকা শিউলি আক্তারের দ্রুত পদত্যাগ দাবি করে।

এসময় শিক্ষার্থীরা জানান, নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালরে প্রধান শিক্ষক শিউলি আক্তার বিভিন্ন সময় শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে। ছত্রতত্র অভিযোগ এনে শিক্ষার্থীদের ডেকে এনে তার নিজস্ব টর্চার শেলে নিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে, এছাড়া স্কুলে বিভিন্ন জিনিসপত্র ক্রয়ে দুর্নীতি, টিফিন বিতরণে নিম্নমানের খাবার পরিবেশন, অন্যান্য শিক্ষকদের ওপর বদলির হুমকি, শিক্ষার্থীদের টিসি দেয়া, তার স্বামী কর্তৃক অনৈতিক আচরণসহ শত অভিযোগের ভিত্তিতে এই আন্দোলনের ডাক দেয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা দ্রুত এই দুর্নীতিবাজ ও অযোগ্য প্রধান শিক্ষকের পদত্যাগ দাবী করেন। সর্বশেষ এই প্রধান শিক্ষক পদত্যাগ না করলে দুইদিন স্কুলের পাঠগ্রহণ থেকে বিরত থাকার ঘোষণা দেয় শিক্ষার্থীরা।

প্রধান শিক্ষিকার বিরুদ্ধে উত্থাপিত ১৭ রকমের দুর্নীতির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলোঃ

১. পছন্দের কন্ট্রাক্টরের মাধ্যমে অস্বাস্থ্যকর খাবার সরবরাহ করা।

২.  লাইব্রেরী কক্ষ ও কম্পিউটার কক্ষ তালাবদ্ধ করে রেখে শিক্ষার্থীদের ব্যবহার করতে না দেয়া।

৩. ম্যাগাজিনের জন্য টাকা নিয়ে তা প্রকাশ না করা।

৪. আইডি কার্ডের টাকা নিয়ে সকলকে আইডি কার্ড না দেয়া।

৫. প্রধান শিক্ষিকার স্বামীর স্পটে পিকনিকে নিয়ে নিম্নমানের খাবার দেয়া।

৬. অভিভাবকদের সাথে খারাপ ব্যবহার করা।

৭. শ্রেণিকক্ষের পার্টিশন ভেঙ্গে খরগোশ ছানা পালন করা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন