1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
May 18, 2024, 10:09 pm
সর্বশেষ সংবাদ
রাজাদী চিনিশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত মাধবদীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারী নিহত নরসিংদী সদর ও পলাশে অনুষ্ঠিত হলো ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ ঐতিহ্যের স্মারক রাজশাহী জেলা প্রশাসন ২৫২ বছরে পদার্পণ দেশসেরা এসএসসির ফলাফল নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস `মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাংলাদেশে এখনই প্রভাব পড়বে না’ চাকরির শুরু এবং শেষ দু’টোই হোক আনন্দময় সমন্বয়হীনতা আর কোন্দলে দুর্বল হয়ে পড়ছে বিএনপি মনোহরদী উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মত বিনিময় সভা

নরসিংদীতে এড. আসাদোজ্জামানের ৭তম মৃত্যুবার্ষিকী পালন

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Thursday, February 1, 2024
  • 85 বার দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি:
নরসিংদী জেলা পরিষদের সাবেক প্রশাসক, চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত এড. আসাদোজ্জামানের ৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
পহেলা ফেব্রুয়ারি ২০২৪ ইং তারিখ সকালে নরসিংদী জেলা পরিষদসহ বিভিন্ন স্থানে আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন কমর্সুচি পালন করা হয়েছে।
নরসিংদী জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো: আব্দুল ওয়াহাব রাশেদ এর সভাপতিত্বে ও জেলা পরিষদ এর সহকারী প্রকৌশলী নুর-ই-ইলহাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: মনির হোসেন ভুইয়া।
এ সময় আরো বক্তব্য রাখেন প্রয়াত এড. আসাদোজ্জামানের দুই কন্যা সাদিয়া আফরোজ রিমা ও ডা. সায়মা ইসলাম ইভা, জেলা পরিষদ সদস্য ওবাইদুল কবীর মৃধা, জেলা পরিষদ সদস্য মেরাজ মাহমুদ, জেলা পরিষদ সদস্য মো: আমান উল্লাহ ভুইয়া, জেলা পরিষদ মহিলা সদস্য সাহিদা খানম, জেলা পরিষদ মহিলা সদস্য ইসরাত জাহান তামান্না, জেলা পরিষদ হিসাব রক্ষক কর্মকর্তা মো: রোমান মিয়া ও জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মর্তার একান্ত সচিব মো: খোরশেদ আলম,জেলা পরিষদ উচ্চমান সহকারী সাইদুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, প্রয়াত এড. আসাদোজ্জামান ১৯৪৭ সালের ৩ জানুয়ারি নরসিংদী সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আসাদোজ্জামান ব্যক্তিগত জীবনে আইন পেশায় সম্পৃক্ত ছিলেন। ১৯৭৮ সালের ৩ জানুয়ারি আইনজীবি হিসেবে সনদ গ্রহণের পর ১৯৭৮ সালের ২১ ডিসেম্বর জেলা আইনজীবি সমিতির সদস্য পদ গ্রহণ করেন। পরবর্তীতে ১৯৮৫ সালে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং ১৯৯২ ও ২০০৮ সালে সমিতির সভাপতিও নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন পরে দীর্ঘ ১১ বছর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছিলন। দায়িত্ববস্থায় তিনি কখনো দলীয় কোন বির্তকে জড়াননি। তিনি জেলা পরিষদের প্রথমে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১৬ সালে তিনি নরসিংদী জেলা পরিষদ নির্বাচন ৫৪৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মাত্র এক মাসের মাথায় ২০১৭ সালে ১ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে নরসিংদী শহরের নিজ বাসভবেন ইন্তেকাল করেন। তার জানাযায় লাখো মানুষের ঢল নেমেছিল। এড. আসাদোজ্জামানের স্বরনে প্রতি বছরের ন্যায় এই দিনে হাজার হাজার লোকের উপস্থিতিতে বিভিন্ন কর্মসুচি পালন করা হয়।
এদিকে ভোরে নরসিংদীর রাঙ্গামাঠিস্থ কবরস্থানে এড. আসাদোজ্জামানের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করেন নরসিংদী জেলা পরিষদ, জেলা ও শহর আওয়ামী লীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, মৎস্যজীবি লীগ, এড. আসাদুজ্জামান স্মৃতি পরিষদ, নয়াব আলী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দরা।
তারা হলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন, নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আফতাব উদ্দিন ভুইয়া, নরসিংদী জেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও এড. আসাদোজ্জামান স্মৃতি পরিষদের সভাপতি শরিফা জামান, জেলা আওয়ামী লীগ সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব,জেলা আওয়ামীলীগ সহসভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়া, জেলা আওয়ামীলীগ সহসভাপতি আমিরুল ইসলাম ভুইয়া, জেলা আওয়ামী লীগ সহসভাপতি আসাদুজ্জামান খোকা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান আজিম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি এসএম কাইয়ুম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফাজ্জল হোসেন মুক্তার, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সরকার, আমিরগঞ্জ ইউপি চেয়ারম্যান একেএম ফজলুল করিম ফারুক, জেলা যুবলীগের সভাপতি প্রার্থী মিয়া মোহাম্মদ মনজু, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক রেজাউল করিম সেলিম,জেলা কৃষক লীগের সভাপতি আসাদুজ্জামান,জেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারী জুবায়ের আহমেদ জুয়েল,জেলা মৎস্যজীবি লীগের সভাপতি সোহানা সরকার, এড. আসাদোজ্জামান স্মৃতি পরিষদের যুগ্ম সম্পাদক এড. রিফাত জামান, জেলা বঙ্গবন্ধু আইন পরিষদ সাধারন সম্পাদক এড.সাদেকুর রহমান সরকার খোকন, জেলা যুবলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, জেলা যুবলীগ নেতা মো: পরাগ মিয়া সহ সকল অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন