1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
May 18, 2024, 10:21 am

রায়পুরায় বিদেশি অর্থায়নে হবে মেঘনার ব্রীজ : ডিসি বদিউল আলম

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Monday, February 5, 2024
  • 66 বার দেখা হয়েছে

তাসলিমা আক্তার:
নরসিংদীর রায়পুরায় উন্নয়ন কার্যক্রম, আইন-শৃঙ্খলা, জন্ম ও মৃত্যু নিবন্ধন, সামাজিক সম্প্রীতিসহ সার্বিক বিষয়ে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেছেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম।
রবিবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ গণমিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকতা রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে এ সভাটি অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন প্রতিষ্ঠান, দপ্তর ও সংগঠন প্রধানগণের বিভিন্ন বিষয়ের বক্তব্যের প্রেক্ষিতে পরামর্শ দেন ডিসি ড.বদিউল আলম।
মত বিনিময় সভায় সামাজিক কর্মকান্ড, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি, রায়পুরা উপজেলা কৃষি ক্ষাতের অগ্রগতি, ইউনিয়ন পরিষদের কার্যক্রম, জন্ম ও মৃত্যু নিবন্ধনের সার্ভার জটিলতা বিষয়ক আলোচনা হয়।
রায়পুরা একটি বিখ্যাত উপজেলা আখ্যায়িত করে ডিসি ড.বদিউল আলম বলেন, বিভিন্ন ইতিহাস ঐতিহ্য নিয়ে গড়া এ উপজেলায় কিছুটা দাঙ্গা হাঙ্গামা থাকলেও এখানে অনেক গুণিজন রয়েছে। ২০৪১ সালের মধ্যে রায়পুরা উপজেলায় শিক্ষার হার শতভাগ করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন। এছাড়াও তিনি রায়পুরায় নতুন আরেকটি থানা স্থাপন এবং মেঘনার উপর ব্রীজ নির্মানের কথা বলেন। বিদেশি অর্থায়নে রায়পুরায় ২ টি এলাকায় ব্রীজ নির্মাণ হবে বলে জানান তিনি। নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কটি প্রশস্ত করণের কাজ শুরু হয়েছে। এখানে সড়কের মাঝ থেকে বিদ্যুতের খুটি সরানোর জন্য কাজ চলছে। এছাড়াও নদী ভাঙন থেকে গ্রাম রক্ষায় বাঁধ নির্মাণের কাজ চলছে।
মতবিনিময় সভায় নরসিংদীর উপপরিচালক (উপসচিব) মৌসুমী সরকার রাখী, রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ, থানার তদন্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, পৌর মেয়র জামাল মোল্লাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষক, ইউপি সদস্য, ফায়ারসার্ভিস প্রধান, চিকিৎসক, মুক্তিযোদ্ধা, আলেম সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন