1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
সর্বশেষ সংবাদ
সড়ক দুর্ঘটনায় নিহত ‘অড সিগনেচার’ ব্যান্ডের সদস্য আহাসান তানভীর পিয়াল পলাশে আন্তঃনগর ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু শিবপুর উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতার প্রার্থীতা প্রত্যাহার রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের উদ্যোগে উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত রাজশাহীতে রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সে সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠান অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের বিশ্লেষণ প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক জোরদারে মনোযোগ শেখ হাসিনার ইতিবাচক ধারায় দেশের অর্থনীতির সূচক প্রথম চ্যালেঞ্জ পার করেছে আওয়ামী লীগ, সামনে আরও তিন নরসিংদীতে বজ্রপাতে দুই কৃষিশ্রমিক নিহত, আহত দুই

রায়পুরায় গলায় ফাঁস দিয়ে দুজনের আত্মহত্যা, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Monday, March 11, 2024
  • 67 বার দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নে মো. সুজন মিয়া (৩০) নামে এক যুবক ও ফরিদা বেগম (৩৫) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তাদের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মির্জানগর ইউপি চেয়ারম্যান বশির উদ্দিন সরকার রিপন ও থানা পুলিশ। নিহত সুজন মিয়া ওই ইউনিয়নের খানাবাড়ি এলাকার মৃত আহাম্মেদ আলীর ছেলে। অপরদিকে নিহত ফরিদা বেগম একই ইউনিয়নের বাংগালীনগর গ্রামের বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম এর মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুজন মিয়া রাতে তার খানাবাড়ীস্থ নিজ দোকানে মোবাইল ফোনে কথা বলতে বলতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সকালে সুজন তার দোকানের সাটার খুলতে দেরী হওয়ায় তার স্বজনরা এসে দোকানের সাটার ভেঙে ভেতরে ঢুকে দেখতে পায় সুজন সিলিং এর সাথে ঝুলে আছে। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। মির্জানগর ইউপি চেয়ারম্যান বশির উদ্দিন সরকার রিপন বলেন, দুইজন আত্মহত্যা করেছে। তাদের মধ্যে একজন বাংগালীনগর ও অপরজন মির্জানগর এলাকার। একজন রাতে এবং আরেকজন সকালে আত্মহত্যা করেছে বলে জানান তিনি। তবে কি কারনে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

এ ব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়াত হোসেন পলাশ মুঠোফোনে বলেন, মির্জানগরে দুইজনের আত্মহত্যার ব্যাপারে খবর পেয়েছি। দুইজনের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি। তাদের মধ্যে কোনো প্রকার সম্পর্ক ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, যেহেতু থানায় কোনো অভিযোগ আসেনি, বিষয়টি তদন্ত স্বাপেক্ষে জানা যাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন