1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
May 11, 2024, 12:50 pm
সর্বশেষ সংবাদ
মনোহরদী উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মত বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় নিহত ‘অড সিগনেচার’ ব্যান্ডের সদস্য আহাসান তানভীর পিয়াল পলাশে আন্তঃনগর ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু শিবপুর উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতার প্রার্থীতা প্রত্যাহার রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের উদ্যোগে উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত রাজশাহীতে রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সে সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠান অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের বিশ্লেষণ প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক জোরদারে মনোযোগ শেখ হাসিনার ইতিবাচক ধারায় দেশের অর্থনীতির সূচক প্রথম চ্যালেঞ্জ পার করেছে আওয়ামী লীগ, সামনে আরও তিন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন, অক্টোকপ্টার উড্ডয়ন, প্যারেড, কুচকাওয়াজে সালাম গ্রহণ ও পুরস্কার বিতরণ

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Wednesday, March 27, 2024
  • 44 বার দেখা হয়েছে

 

ডেস্ক রিপোর্ট: ২৬ মার্চ ২০২৪ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলনপূর্বক বেলুন ও শান্তির দূত পায়রা উড়িয়ে দিবসের কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে বাংলার আপামর জনসাধারণ জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে স্বাধীনতার রক্তিম সূর্য ছিনিয়ে এনেছিলো উল্লেখ করে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তাঁর বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় অদম্য গতিতে ছুটে চলা বাংলাদেশ সকলের সম্মিলিত প্রয়াসে ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশের মর্যাদায় সমুন্নত হতে পারবে মর্মে আশাবাদ ব্যাক্ত করেন।

উল্লেখ্য, এ অনুষ্ঠানে নরসিংদী জেলায় প্রথমবারের মতো নরসিংদী রোবটিক্স ক্লাবের তৈরি ৮ বাহু বিশিষ্ট বৃহৎ আকৃতির ড্রোন ‘অক্টোকপ্টার’ এর সাহায্যে বাংলাদেশের গর্বের প্রতীক জাতীয় পতাকা উড়িয়ে ব্যতিক্রমধর্মী একটি আয়োজন সংযোজন করা হয়।

পরবর্তীতে, প্যারেড কমান্ডারের অনুরোধের প্রেক্ষিতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট প্যারেড পরিদর্শন করেন এবং পরবর্তীতে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। উক্ত কর্মসূচি সমূহে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, নরসিংদী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম। এছাড়া জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কুচকাওয়াজ ও সমাবেশে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সর্বশেষে ‘হার পাওয়ার প্রকল্প’ এর অধীনে ২৪০ জন নারী আইটি প্রশিক্ষণার্থীর হাতে বিনামূল্যে ল্যাপটপ তুলে দেওয়া হয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন