1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur

নরসিংদীতে এক চাঁদাবাজ প্রতারকের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Thursday, April 4, 2024
  • 90 বার দেখা হয়েছে

 

নিবারণ রায়: নরসিংদী সদর উপজেলার ভাগদি গ্রামের আমিন (৪২) নামে এক প্রতারকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। কুখ্যাত আমিন ভাগদি গ্রামের মনজুল এর ছেলে। সে দীর্ঘ দিন যাবৎ এলাকার নিরীহ লোকদের নানা ধরণের হয়রানী করে  আসছে। সে পুলিশের সোর্স পরিচয় দিয়ে লোকজনদের কাছ থেকে  ভয়ভীতি প্রদর্শন করে চাঁদাবাজী করে আসছে। ভাগদি গ্রামের ভুক্তভোগী জনৈক সোহরাব মিয়া জানান, ভাগদী গ্রামের মীর বাড়ী সংলগ্ন তার একটি অটো-মিশুকের গ্যারেজের ভিতরে গিয়ে মোবাইলে কথাবার্তা বলার এক পর্যায়ে কৌশলে প্রতারক আমিনের পরিহিত কটির পকেট থেকে একটি ফেন্সিডিলের বোতল বের করে দোকানের ভিতর রেখে চলে যায়। যাহা গ্যারেজে থাকা সিসি টিভি ফুটেজে দেখা গেছে। এর পর সে মোবাইল ফোনে আমাকে বলে যে, থানায় মনির দারোগার স্ত্রী রিয়া দারোগা তাহাকে জানাইয়াছে যে, আমার দোকানে মাদকদ্রব্য রয়েছে। আমি যেন তার সাথে এ বিষয়ে টাকা পয়সা দিয়ে মিমাংসা করে ফেলি। নতুবা আইনের ঝামেলায় জড়িয়ে আমাকে হয়রানী করবে। এই ঝামেলা ভাংতে হলে পুলিশকে ৩৬ হাজার টাকা দিতে হবে। নতুবা মামলা দিয়ে হয়রানী করা হবে। অতঃপর আমি থানা পুলিশের হয়রানীর ভয়ে তাকে ৩৬ হাজার টাকা দিতে বাধ্য হই। এর আগেও সে একই পদ্ধতিতে প্রতারণা পূর্বক আমার কাছ থেকে ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়াও সে ভাগদি এলাকার বিভিন্ন লোকজনদেরকে পুলিশের সোর্স পরিচয় দিয়ে প্রায় ২০/২৫টি দোকান থেকে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায়। দোকানীরা তার নিকট জিনিসপত্রের দাম চাইলে সে তাদেরকে উল্টো ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। এব্যাপারে ভাগদি গ্রামের পক্ষ থেকে নরসিংদী পুলিশ সুপারের নিকট এর প্রতিকার চেয়ে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ৫০ জনের স্বাক্ষরিত একটি অভিযোগ প্রদান করা হয়েছে। নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ ব্যাপারে নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন