1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
May 19, 2024, 10:39 am
সর্বশেষ সংবাদ
শিবপুরে পুকুর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার রাজাদী চিনিশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত মাধবদীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারী নিহত নরসিংদী সদর ও পলাশে অনুষ্ঠিত হলো ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ ঐতিহ্যের স্মারক রাজশাহী জেলা প্রশাসন ২৫২ বছরে পদার্পণ দেশসেরা এসএসসির ফলাফল নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস `মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাংলাদেশে এখনই প্রভাব পড়বে না’ চাকরির শুরু এবং শেষ দু’টোই হোক আনন্দময় সমন্বয়হীনতা আর কোন্দলে দুর্বল হয়ে পড়ছে বিএনপি

টেলিভিশন নাট্যকার সংঘ’র সাংগঠনিক সম্পাদক হলেন রাজীব মণি দাস

নিজস্ব প্রতিবেদক
  • পোস্টের সময় Tuesday, May 7, 2024
  • 19 বার দেখা হয়েছে

বাংলাদেশ টেলিভিশন নাট্যকার সংঘের নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৪-২০২৬) গত শুক্রবার (৩ মে, ২০২৪) বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেমিনার কক্ষে ‘টেলিভিশন নাট্যকার সংঘ’-এর দ্বি-বার্ষিক সাধারণ সভায় এই কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। নবগঠিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন উপন্যাসিক, নাট্যকার ও নির্মাতা রাজীব মণি দাস। যিনি ২২-২৪ সালের কমিটিতে দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। টেলিভিশন নাট্যকার সংঘের নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান রাজীব মণি দাস।

তিনি বলেন, আমি আমার পূর্বের দায়িত্বের প্রতি অটুট ছিলাম, বর্তমান দায়িত্ব পেয়ে আমি অভিভূত এবং এ দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি সকলের কাছে সেই প্রার্থনা করছি।রা জীব মণি দাস এ প্রর্যন্ত প্রায় একশত পঞ্চাশটি একক নাটকের পাশাপাশি ১৩টি ধারাবাহিক নাটক লিখেছেন। তার লেখা গানের সংখ্যা প্রায়
৩০টি। এ পর্যন্ত উপন্যাস লিখেছেন ৪টি । এছাড়া ২৫টির অধিক বিজ্ঞাপনের কনসেপ্ট তৈরি ও নির্মাণ করেছেন তিনি।
বর্তমান সময়ের নাটকে পরিস্থিতি নিয়ে জানতে চাইলে রাজীব মণি দাস বলেন, ‘বাজেটের কারণে আমাদের নাটকে চরিত্র সংখ্যা কমে যাচ্ছে। তবে আমি কখনোই ফরমায়েশি লেখা লিখিনি। পরিবার কেন্দিক গল্প আমার নাটকের মূল উপজীব্য। একটা চরিত্রকে প্রতিষ্ঠিত করতে গেলে অনেকগুলো চরিত্রের প্রয়োজন পড়ে। এই চরিত্রগুলোই হলো নাটকের অলঙ্কার। অলঙ্কার ছাড়া ভালো নাটক নির্মাণ করা অসম্ভব।

উক্ত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নাট্যকার ও নাট্যনির্মাতা এজাজ মুননা, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাকির হোসেন উজ্জ্বল। ১৯ জনরে প্যানেলে সহ-সভাপতি পদে আছেন- পান্থ শাহরিয়ার, শফিকুর রহমান শান্তনু, মোস্তফা মমন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন- আজম খান, টুকু মজনিউল, সাজিন আহমেদ বাবু; সাংগঠনিক সম্পাদক- রাজীব মণি দাস, অর্থ সম্পাদক- মনসুর চঞ্চল; প্রচার ও প্রকাশনা সম্পাদক-কামরুল আহসান; তথ্য প্রযুক্তি ও অনুষ্ঠান- এলিনা শাম্মী; আইন ও কল্যাণ সম্পাদক- মানস পাল; দপ্তর সম্পাদক আফরিন জেসিকা; গবেষণা ও
প্রশিক্ষক সম্পাদক- জুয়েল কবীর। কার্যনির্বাহী সম্পাদক পদে রয়েছেন ৪জন- ড. লিপি মনোয়ার, আহমেদ শাহাবুদ্দীন, মেজবাহ উদ্দিন সুমন, লিটু সাখাওয়াত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন