1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
সর্বশেষ সংবাদ
নরসিংদী রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স অনুষ্ঠিত শিবপুরে পুকুর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার রাজাদী চিনিশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত মাধবদীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারী নিহত নরসিংদী সদর ও পলাশে অনুষ্ঠিত হলো ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ ঐতিহ্যের স্মারক রাজশাহী জেলা প্রশাসন ২৫২ বছরে পদার্পণ দেশসেরা এসএসসির ফলাফল নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস `মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাংলাদেশে এখনই প্রভাব পড়বে না’ চাকরির শুরু এবং শেষ দু’টোই হোক আনন্দময়

নরসিংদী জেলা প্রশাসন চার দিনে ১৫৪টি মামলায় অর্থদন্ড আদায় ২, ১৩,৭০০টাকা

হলধর দাস:
  • পোস্টের সময় Monday, July 5, 2021
  • 433 বার দেখা হয়েছে

করোনা ভাইরাস জনিত রোগ সংক্রমণ প্রতিরোধে সপ্তাহব্যাপী লক ডাউন নরসিংদীতে কার্যকর করতে সরকারি আদেশ বাস্তবায়নে সর্বদা তৎপর রয়েছে নরসিংদী জেলা প্রশাসন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান-এর দিক নির্দেশনায় জেলায় ৮ জন নির্বাহী  ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ফোর্স ও আনসার নিয়ে জেলার ৬ টি উপজেলায় প্রতিনিয়ত মাঠ পর্যায়ে কাজ করছেন।
জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান সাংবাদিকদের জানিয়েছেন, করোনা বিস্তার রোধকল্পে জেলা প্রশাসন নরসিংদীর সর্বত্র একযোগে কাজ শুরু করেছে এবং আগামী ৭ জুলাই পর্যন্ত জেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
নরসিংদী জেলায় লকডাউন বাস্তবায়ন কার্যক্রম মনিটরিং করতে সরেজমিনে মাঠে নেমেছেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। দেশজুড়ে লকডাউনের দ্বিতীয় দিনে তিনি নরসিংদীর ঝুকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত মাধবদী-শেখেরচর বাজার এলকা পরিদর্শন করেন। এসময় তাঁর সাথে ছিলেন মেজর মো. কামরুল ইসলাম এসজিপি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম ইবনুল হাসান ইভেন ও নরসিংদী সদরের সহকারী কমিশনার (ভূমি) মো. শাহ আলম মিয়া।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রইছ আল রেজোয়ান জানান, চার দিনে জেলাব্যাপী মোবাইল কোর্ট পরিচালনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহম্মদ মারুফ খানের নির্দেশনায় নরসিংদীতে কঠোর লকডাউন ও স্বাস্থ্যবিধি বাস্তবায়নে ১৫৪টি মামলায় ২ লাখ ১৩ হাজার ৭০০ টাকা অর্থদন্ড আদায় করে তৎপর রয়েছে জেলা প্রশাসন।
এর মধ্যে লকডাউনের তৃতীয় দিনে মনোহরদী উপজেলার সহকারি কমিশনার(ভূমি) মো. রাজিবুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করে ভুয়া ডাক্তার পরিচয়দানকারী অভিযুক্ত এক ব্যক্তির কাছ থেকে ২০১০ সালের মেডিক্যাল ও ডেন্টাল আইন মোতাবেক ৫০ হাজার টাকা অর্থদন্ড আদায় করেছেন।
৬টি উপজেলায় লক ডাউন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনায় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও বিজিবি’র কর্মকর্তাদের মধ্যে রয়েছেন নরসিংদী পৌরসভা  এলাকায় সিনিয়র সহকারী কমিশনার রিফাত ফৌজিয়া ও মেজর কামরুল ইসলাম এসজিপি’র নেতৃত্বে একটি দল, মাধবদী শেখেরচর এলাকায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহ আলম মিয়া ও ক্যাপ্টেন মো. রেদওয়ান হাসান খন্দকার’র নেতৃত্বে একটি দল, রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুর রহমান খন্দকার ও মেজর সোহেল এর নেতৃত্বাধীন রায়পুরা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল, সহকারী কমিশনার (ভূমি) মো. বেলাল হোসেনের নেতৃত্বে বিজিবি’র একটি দল বেলাবো উপজেলায়, সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি ‘র সহযোগিতায়  মনোহরদী উপজেলায় একটি দল, সিনিয়র সহকারী কমিশনার (আরডিসি) শ্যামল চন্দ্র বসাক এর নেতৃত্বে বিজিবি’র একটি দল শিবপুর উপজেলায়, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম এর নেতৃত্বে বিজিবি’র একটি দল পলাশ উপজেলায়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়জুর রহমান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রইছ আল রেজুয়ান এর নেতৃত্বে পুলিশের একটি দল । তারা নরসিংদী জেলাব্যাপী প্রতিদিন টহল দিচ্ছে।
সপ্তাহব্যাপী লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসন নরসিংদীর সাথে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ছাড়াও রয়েছে বাংলাদেশ পুলিশ ফোর্স ও আনসার বাহিনীর সদস্যগণ। করোনা ভাইরাস জনিত রোগ (কোভিড -১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে জেলা প্রশাসন নরসিংদীবাসী  সকলের সহযোগিতা কামনা করেন। তবে জেলা প্রশাসন লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে থাকার কথা জানালেও জেলার প্রত্যন্ত অঞ্চলগুলোতে কেউই লকডাউন মানছে বলে প্রতিয়মান হচ্ছে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন