1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur

মেধাবী শিক্ষার্থীদের মাঝে সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তি প্রদান

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Thursday, July 29, 2021
  • 271 বার দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট: কর্পোরেট সোস্যাল রেসপনসিবিলিটি (সিএসআর)’র আওতায় সামাজিক দায়বদ্ধতাকে যথাযথ গুরুত্ব দিয়ে প্রতি বছর সোনালী ব্যাংক লিমিটেড মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১৪ জুলাই ২০২১ বুধবার সকাল ১০ টায় সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস, নরসিংদী কার্যালয়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক প্রদান করা হয়। এতে এসএসসি পাশ ৯ জন ও এইচএসসি পাশ ৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১০,০০০ হাজার টাকা করে বৃত্তি দেয়া হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং শিক্ষার্থীদের মাঝে পেমেন্ট অর্ডার বিতরণ করেন কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শাহজাহান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অফিসের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার বিশ^জিৎ আচার্য্য এবং সোনালী ব্যাংক লিমিেিটড নরসিংদীর শাখা প্রধান মো. আজিজুল হক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. নাদির হোসেন, ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্তীদের অভিভাবকবৃন্দ। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদেরকে আর্থিক প্রণোদনা প্রদানসহ উৎসাহিত করার জন্য সোনালী ব্যাংক লিমিটেড কর্তপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন