1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
সর্বশেষ সংবাদ
শিবপুরে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা নরসিংদী রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স অনুষ্ঠিত শিবপুরে পুকুর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার রাজাদী চিনিশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত মাধবদীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারী নিহত নরসিংদী সদর ও পলাশে অনুষ্ঠিত হলো ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ ঐতিহ্যের স্মারক রাজশাহী জেলা প্রশাসন ২৫২ বছরে পদার্পণ দেশসেরা এসএসসির ফলাফল নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস `মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাংলাদেশে এখনই প্রভাব পড়বে না’

মনোহরদীর পতিত জমি থেকে পারিবারিক পুষ্টির জোগান

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Tuesday, August 3, 2021
  • 385 বার দেখা হয়েছে

আতাউর রহমান ফারুক ও শাহজাহান আকন্দ: বাড়ীর আঙ্গিনায় এমনিতে পড়ে থাকে কিছু জমি। সে জমিতে মোসুমী শাকসব্জির আবাদ করে পারিবারিক পুষ্টি চাহীদা মেটানো সম্ভব। বিষয়টি মনোহরদীর গ্রামীন জনপদে বেশ উৎসাহের সঞ্চার করেছে। পরিবার প্রধান আঃ আজিজ মাঠে কৃষি জমিতে গেছেন। বাড়ীতে থাকা স্ত্রী মাসুদা (৩৫) জানালেন, তাদের বাড়ীর আঙ্গিনায় এক ফালি পতিত জমি ছিলো। তাতে শাকসবজির চাষ করে সারা বছরের পারিবারিক পুষ্টির চাহীদা মেটাবার একটি আয়োজন আছে তার। কৃষি পরিবারের সেই গল্প শুনতেই তার কাছে যাওয়া। বিশাল কোন কর্মজজ্ঞ নয়। নিতান্তই ছোট্ট পরিসরের ছোট আয়োজন। তবে বেশ গুরুত্বপূর্ণ এবং উৎসাহ উদ্দীপনা মূলক একটি উদ্দোগ। গ্রামের প্রায় বাড়ীতেই সারা বছর কিছু আঙ্গিনা এমনিতেই পতিত পড়ে থাকে। মনোহরদীর লেবুতলা ইউনিয়নের তারাকান্দী গ্রাম। এ গ্রামের আঃ আজিজের বাড়ীর আঙ্গিনাও এমনই পতিত পড়ে ছিলো। তার স্ত্রী মাসুদা সেখানে মৌসুমি লাউটা, সীমটা লাগাতেন বড়জোর। সম্প্রতি তাদের এলাকার কৃষি উপসহকারী ফারুক হোসেন এখানে শাকসবজীর একটি পরিকল্পিত ছোট বাগান করার পরামর্শ দেন তাদের।এজন্য তিনি কৃষি অফিস থেকে সব ধরনের সাহায্য সহযোগীতা দেবেন বলেও আশ্বাস দেন। আর এভাবেই আঃ আজিজের আঙ্গিনার এ পতিত জমিটি তৈরি হয়। হয় বীজ বুনন, চলে পরিচর্যা। ব্যস! মাত্র ২০/২২ দিনেই এখানে লালশাক, কলমীশাক, ডাটা, ঢেড়স, মরিচ ও সীমের লকলকে চারায় ভরে গেলো বাগানটি। বরবটিও আছে তাতে কিছু। খাবার উপযোগী হয়নি এখনো। আর কয়েকটি দিনের অপেক্ষা মাত্র! সবই আলাদা আলাদা বেডে। ছোট, তবে খুব পরিকল্পিতভাবে যতœ ও পরিচর্যার ভেতর দিয়ে তৈরি হয়েছে এ বাগান। মনোহরদী কৃষি অফিসের তত্বাবধানে ও তাদের সক্রিয় দেখভালে বছরব্যাপি চলবে বাগানটি। প্রদর্শনী প্লট। তাই তারা প্রয়োজনীয় সার বীজ, বেড়ার ব্যবস্থাও করছেন। থাকবে তাদের সার্বিক সহযোগীতা। মাসুদা জানালেন,বাজার থেকে এক বছর আর শাক-সবজি কিনতে হবে না তাদের। এ ফসল উঠলে অন্য মৌসুমি ফসলের আবাদ হবে। এভাবেই সারা বছর পুষ্টির জোগান পাবে তার পরিবার। মনোহরদী সিনিয়র উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার এ প্রসঙ্গে ‘বাংলাদেশ জার্নাল’কে জানান, এ বছর বাড়ীর আঙ্গিনায় পতিত জমিতে পারিবারিক পুষ্টির এ রকম আরো ২১টি প্রদর্শনি প্লট বা বাগান আছে তাদের মনোহরদীতে। চলবে বছর জুড়ে। যখন যে মৌসুমী শাকসবজী ও ফসল আছে আবাদ হবে এখানে। বৃষ্টির জন্য সব প্লটে এখনো আবাদ করা যাচ্ছে না। আবার আবাদ করা কিছু প্লটও বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন