1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
সর্বশেষ সংবাদ
পলাশে আন্তঃনগর ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু শিবপুর উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতার প্রার্থীতা প্রত্যাহার রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের উদ্যোগে উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত রাজশাহীতে রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সে সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠান অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের বিশ্লেষণ প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক জোরদারে মনোযোগ শেখ হাসিনার ইতিবাচক ধারায় দেশের অর্থনীতির সূচক প্রথম চ্যালেঞ্জ পার করেছে আওয়ামী লীগ, সামনে আরও তিন নরসিংদীতে বজ্রপাতে দুই কৃষিশ্রমিক নিহত, আহত দুই দাবি আদায়ে অনঢ পল্লী বিদ্যুৎ সমিতি, পঞ্চম দিনেও কর্মবিরতিতে কর্মকর্তা কর্মচারীরা

রায়পুরা আমিরাবাদ-বড়ইতলা নব-নির্মিত মাটির সড়কটি পাকাকরনের দাবী

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Saturday, August 14, 2021
  • 385 বার দেখা হয়েছে

স্টাফ রির্পোটার: নরসিংদীর রায়পুরায় নিলক্ষার আমিরাবাদ এবং চরসুবুদ্ধি ইউনিয়নের বড়ই তলা এ দুই গ্রামের সংযোগ স্থলে রয়েছে একটি চর। এ গ্রামের বাসিন্দাদের এ চড়ের উপর দিয়ে সড়ক নির্মাণের প্রাণের দাবী ছিলো দীর্ঘদিনের। তাদের এ প্রাণের দাবী বাস্তবায়নে এগিয়ে এসেছেন নিলক্ষা ইউনিয়নের সাবেক মেম্বার জামাল মিয়া। তার একান্ত ইচ্ছা এবং প্রচেষ্টায় বাস্তবায়নের মুখ দেখেছে এ সড়কটি। তবে স্থানীয় সাংসদ রাজিউদ্দিন আহম্মেদ রাজুসহ সংস্লিস্ট কর্তৃপক্ষের নিকট সড়কটি পাকা করনের দাবী এলাকাবাসীর।
উপজেলার নিলক্ষা ইউনিয়নের আমিরাবাদ এবং চরসুবুদ্ধি ইউনিয়নের বড়ই তলা গ্রাম মিলে প্রায় তিন হাজার লোকের বসবাস। এ দুই গ্রামের একে অপরের সাথে নারীর ও আত্মার বন্ধন দীর্ঘদিনের। এ দুই গ্রামেরই সংযোগ স্থলে রয়েছে একটি বড় চর। এ দীর্ঘ প্রায় এক কিলোমিটার। এর প্রশস্থ ১০ ফিট। দুই গ্রামের লোকজন একে অপরের সাথে যোগাযোগ করতে হলে এ চড়ের জমির আইল দিয়ে আসা যাওয়া করতে হয়। একটু বৃস্টি হলে কাঁদার জন্য আসা যাওয়া করতে খুবই দূর্ভোগ পোহাতে তাদের। এ ছাড়াও রয়েছে একটি ঐতিহ্য বাহি বাজার বড়ই তলা। এ বাজারের সাথে যোগাযোগ ব্যবস্থা অনুন্নত বলে এর ঐতিহ্য আজ হাড়াতে বসেছে। ফলে দুই গ্রামের বাসিন্দাদের অনুরোধে চড়ের উপর প্রায় এক কিলোমিটার সড়ক নিমার্নে এগিয়ে আসলেন নিলক্ষা ইউপির সাবেক মেম্বার জামাল মিয়া। তার একান্ত ইচ্ছা এবং প্রচেস্টায় জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন মাটি ফেলে সড়কের কাজ শেষ করেছেন। এ সড়কটি নির্মার্ণের ফলে দুই গ্রামসহ আশে পাশের গ্রাম গুলোর লোকজনের যাতায়তের উন্নতি হবে। ফলে তাদের জীবন যাত্রার মান হবে উন্নত। এ সড়কটি নির্মাণের ফরে এ দুই গ্রামের একটি দাখিল মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহজেইে তাদের প্রতিষ্ঠানে কম সময়ে আসা যাওয়া করতে পারবে। এ দুই গ্রামের বাসিন্দাদের যাতায়তের ব্যবস্থা উন্নতিসহ এক গ্রাম থেকে অন্য গ্রামের লোকদের সুবিধার্থে এবং দুই গ্রামের মানুষের অনুরোধে এ সড়কটির মাটির কাজ হলেও এটি পাকাকরনে স্থানীয় সাংসদ সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহম্মেদ রাজুসহ সংস্লিস্ট কর্র্তৃপক্ষের নিকট জোর দাবী জানান সাবেক মেম্বার জামাল মিয়াসহ এলাকা বাসীর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন