1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
সর্বশেষ সংবাদ
পলাশে আন্তঃনগর ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু শিবপুর উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতার প্রার্থীতা প্রত্যাহার রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের উদ্যোগে উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত রাজশাহীতে রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সে সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠান অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের বিশ্লেষণ প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক জোরদারে মনোযোগ শেখ হাসিনার ইতিবাচক ধারায় দেশের অর্থনীতির সূচক প্রথম চ্যালেঞ্জ পার করেছে আওয়ামী লীগ, সামনে আরও তিন নরসিংদীতে বজ্রপাতে দুই কৃষিশ্রমিক নিহত, আহত দুই দাবি আদায়ে অনঢ পল্লী বিদ্যুৎ সমিতি, পঞ্চম দিনেও কর্মবিরতিতে কর্মকর্তা কর্মচারীরা

নরসিংদী শিল্প ও বাণিজ্য মেলা-২০২১ উদ্বোধনের অপেক্ষায় নরসিংদীবাসী

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Tuesday, December 7, 2021
  • 398 বার দেখা হয়েছে

হলধর দাস: এ বছর নরসিংদীতে শিল্প ও বাণিজ্য মেলা-২০২১ উপলক্ষ্যে নরসিংদী মুছলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়াম সংলগ্ন শহীর মিনার প্রাঙ্গন ভিন্ন আংগিকে মনোরম সাজে সাজানো হয়েছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এ আয়োজন করেন। গত ১ ডিসেম্বর থেকে মেলা শুরু হওয়ার লক্ষ্য নিয়ে আয়োজন করলেও মন্ত্রণালয়ের অনুমোদন না পাওয়ায় তা এখনও শুরু হয়নি। সব আয়োজন শেষ। এখন শুধুই অনুমোদন ও উদ্বোধনের অপেক্ষায় নরসিংদীর সাধারণ মানুষজন সহ শিল্প উদ্যোক্তাগণ।
এ ব্যাপারে যতটুকু জানা গেছে তা হলো- মহামারি করোনার নতুন আবির্ভাব ‘অমিক্রন’-এর কারণে মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া তা শুরু করা যাচ্ছে না। অনুমোদন পেলেই তা শুরু করা হবে।
এদিকে মেলা অনুষ্ঠানের জন্য করোনা কমিটিসহ জেলা পর্যায়ে সংশ্লিষ্ট সকল বিভাগ থেকে ইতোমধ্যে সম্মতি পাওয়া গেছে বলে জানিয়েছেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর সুযোগ্য সভাপতি বিশিষ্ট শিল্পপতি মোঃ আলী হোসেন শিশির।
শিল্প ও বাণিজ্য মেলায় আগ্রহী ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাসহ অধীর আগ্রহে থাকা নরসিংদীবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আমরা সম্ভবত এ সপ্তাহের মধ্যেই অনুমোদন পেয়ে যাব। মাননীয় শিল্পমন্ত্রী এ মেলার উদ্বোধন করবেন।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের তরুণ উদ্যোক্তাদের পণ্য বা সেবাকে বিক্রয় বৃদ্ধির মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য এবং এর পাশাপাশি ক্রেতাকে তার চাহিদা মত সঠিক পণ্য বা সেবা দেওয়ার প্রয়াসে এই আয়োজন।
চেম্বার সভাপতি জানান, ১০০টি শো-রুম নিয়ে আয়োজিত এবারের মেলায় বিশেষ আয়োজনের মধ্যে রয়েছে বঙ্গবন্ধু কর্ণার থাকবে- যেখানে বঙ্গবন্ধু জীবনের বিভিন্ন দিক আলোকপাত করা হবে স্থির চিত্র ও মাল্টিমিডিয়ার মাধ্যমে। অনবরত ৭ই মার্চের ভাষণ প্রচারসহ মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কর্মকান্ডেরও বিভিন্ন দিক তুলে ধরা হবে এ মেলায়।
এছাড়া, আমাদের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্্েযাক্তা যারা করোনায় ক্ষতিগ্রস্থ হয়েছেন তারা কিছুটা হলেও এ মেলার মাধ্যমে সহায়তা পাবে। মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে খুব শীঘ্রই মেলাটির অনুমোদন ও উদ্বোধনের অপেক্ষায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাসহ সচেতন নরসিংদীবাসী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন