1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur

আজকের শিক্ষার্থীরাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করবে -ডিসি আবু নইম মোহাম্মদ মারুফ খান

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Thursday, August 18, 2022
  • 333 বার দেখা হয়েছে

শিবপুর প্রতিনিধি: নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব নিবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করবে। ফলে সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। ছেলে মেয়েদের সাথে অভিভাবকদের ভাল সম্পর্ক বজায় রাখতে হবে। ছেলে মেয়েরা যাতে তাদের সমস্যা অভিভাবকদের সাথে নির্ভয়ে কথা বলতে পারে। ছেলে মেয়েরা কোথায় যায়, কি করে, কার সাথে চলা ফেরা করে, কখন ঘরে ফিরে, সঠিক সময়ে স্কুলে যায় কি না, লেখা পড়া করছে কি না এসব বিষয়ে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন।


তিনি বুধবার (১৭ আগস্ট) সকাল ১১ টায় শিবপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শিবপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ সামসুল আলম ভূঞা রাখিলের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ হারুনুর রশীদ খান, ইউএনও জিনিয়া জিন্নাত, অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ সভাপতি মো: ফারুক খান প্রমুখ।


এছাড়া জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান শিবপুর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও বৃক্ষ রোপন, শিবপুর পৌরসভা অফিস পরিদর্শন, উপজেলা ভূমি অফিস পরিদর্শন, উপজেলা পরিষদের অর্থায়নে ১৭ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, ছায়াবীথি স্কুলে অভিভাবকদের সাথে মতবিনিময় ও শিক্ষা উপকরণ বিতরণ, সাধারণ আশ্রয়ন প্রকল্প পরিদর্শন, পুটিয়া ইউপি কার্যালয় পরিদর্শন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন, উপজেলা সমাজ সেবা অফিসার মাহমুদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার নূর মোঃ রুহুল সগীর প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন