1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 28, 2024, 3:14 am
সর্বশেষ সংবাদ
শিবপুরে প্রেমিকার আত্মহত্যার ১৯ দিন পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রেমিকের আত্মহত্যা নরসিংদীতে বৃষ্টি কামনা করে ইসতিসকার নামাজ আদায় উপজেলা নির্বাচন: বিএনপি’র হুশিয়ারিকে পাত্তা দিচ্ছে না তৃণমূল নেতারা দোষ কি সব প্রকৃতির? মনোহরদীতে সরকারি নির্দেশনা অমান্য করে গরমের ছুটিতেও নির্বাচনী পরীক্ষা গ্রহণ নরসিংদীতে ট্রেনেকাটাপড়ে এক বৃদ্ধার মৃত্যু মাধবদীতে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু নরসিংদীতে ৪২ কেজি গাঁজা ও ১৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের ‘হস্তক্ষেপ’ ঠেকাতে কঠোর আওয়ামী লীগ তৈরি পোশাকে শুল্কের বিরোধিতায় যুক্তরাষ্ট্রের ক্রেতারা

কয়েক রাত পেরোলেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন,  দোটানায় নরসিংদীর  ভোটাররা!!!

ফজলুল হক মিলন:
  • পোস্টের সময় Saturday, December 30, 2023
  • 481 বার দেখা হয়েছে

আর মাত্র ক’টা দিন। দুয়ারে কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচন কে ঘিরে  মাঠে কম বেশী উত্তেজনা থাকলেও কেন্দ্রে গিয়ে ভোট দিতে অনাগ্রহ ভোটারদের। এটা কেবল নরসিংদী জেলার চিত্র নয়। সারাদেশেরই একই অবস্থা। শীতের  তীব্রতা বাড়বার সাথে সাথে পাড়া মহল্লায়, চায়ের দোকানে চায়ের কাপে ঝড় উঠবার কথা ছিলো এখন। নির্বাচনী উত্তাপে কেঁপে উঠবার কথা ছিলো ভোটারদের  মন। কিন্তু নির্বাচনের মাঠ ঘুরে মনে হচ্ছে ‘কোথাও কেউ নেই।’ চারদিক সুনশান। পোস্টারের আধিক্য বিগত সময়ের মতো নেই। ব্যানার,  ফেস্টুনের রমরমা একই অবস্থা। তব মিছিল, মিটিং ও উঠান বৈঠক  চলছে। এর পেছনে অবশ্য একটাই কারন হিসেবে সবাই মনে করে তা হলো সরকার বনাম সরকার নির্বাচন করছে। এখানে কে কার প্রতিপক্ষ, কে কার লোক? তাই বিতর্ক এড়াতে অনেকেই চুপচাপ আছেন এবং পর্যবেক্ষণ করছেন কোন ঘাটের জল কোন ঘাটে যায়।

নরসিংদী জেলার ৫ টি নির্বাচনী আসনের বিপরীতে দলীয় ও স্বতন্ত্র  মিলে মোট ৩৩ জন প্রার্থীকে জেলা রিটার্নিং  অফিসার প্রতীক বরাদ্ধ করেন। এরমধ্যে নরসিংদী সদরে ১ আসনে ৮ জন, নরসিংদী-২ পলাশে ৪ জন,  নরসিংদী-৩ শিবপুরে ৮ জন, নরসিংদী-৪, মনোহরদী বেলাব ৪ জন, এবং নরসিংদী-৫ রায়পুরা আসনে মোট ৯ জন প্রতীক পেয়ে নির্বাচনের মাঠে থাকলেও লাইম লাইটে কেবল আওয়ামী দলীয় প্রার্থী নৌকা আর আওয়ামী ডামি স্বতন্ত্র প্রার্থী’র ঈগলের প্রচার প্রচারণা কিছুটা দৃশ্যমান  হলেও অন্য ২৩ জনের কোন প্রচারনা প্রচারণা  লক্ষ্য করা যায় না। অর্থাৎ এদের মাঝে সবাই ভোটে আছেন কিন্তু প্রচারে নেই।

মূলত নির্বাচন এখন আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ। এতে করে মাঠ পর্যায়ে  দ্বিধা বিভক্তিতে  স্থানীয় নেতাকর্মীরা। তারা কার হয়ে কাজ করবে। নৌকার প্রার্থীর পক্ষে কাজ করবে নাকি স্বতন্ত্র প্রার্থীর ঈগলের হয়ে কাজ করবে?? বড় বেশী দোটানায় পড়ে অনেক দলীয় সমর্থক ও কর্মীরা  নিরবে রয়ে গেছে। এখন দেখার বিষয় ৭ তারিখ ভোটের মাধ্যমে  কি হয়। নৌকা না ঈগল কার গলায় ঝুলবে বিজয়ের মালা।

তবে এটা ঠিক যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামিলীগ বিজয়ী হয়ে সরকার গঠন করবে তা তাদের দলীয় প্রার্থীদের প্রচার প্রচারণায় টের পাওয়া যায় কিন্তু বিবাদমান হয়ে দাঁড়িয়ে থাকা ডামি স্বতন্ত্র প্রার্থী ও তাদের কর্মীদের মনের ক্ষত কি দিয়ে সারাবে সরকার প্রধান? নাকি দলীয় কোন্দল আরো প্রকট হয়ে থাকবে সারাদেশে।

ইতিমধ্যেই বেশকিছু এলাকায় সহিংসতার খবর আমরা পেয়েছি। এই সহিংসতা হয়তো আরো ব্যাপকও হতে পারে। প্রচার প্রচারণায় পাল্টাপাল্টি  বিষোদগার দেখা যাচ্ছে। বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে ভাইয়ের সাথে ভাইয়ের সংগ্রাম। এই সংস্কৃতি থেকে বেড়িয়ে আসতে হবে। জনগন চায় শান্তি সৌহার্দ্যপূর্ণ ভালোবাসার  পালাবদল।

নরসিংদীর মনোহরদী-বেলাব আসনের সংসদ সদস্য শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের মুখোমুখি আমরা হয়েছিলাম। তিনি নিজের শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে। তিনি বলেন, এবার উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে নির্বাচন হবে। মানুষ নির্বাচনে ভোট দেওয়ার জন্য আগ্রহে অপেক্ষা করছে। এবার সারাদেশে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে নৌকা প্রতীকে বিজয়ী হয়ে সরকার ঘটন করবে। বর্তমান সরকারের আমলে নরসিংদীতে ব্যাপক উন্নয়ন কাজ করা হয়েছে। এশিয়ার বৃহৎ সার কারখানা, বিসিক শিল্পনগরীসহ জেলার রাস্তাঘাট, স্কুল কলেজে উন্নয়ন কাজ করা হয়েছে। ভবিষ্যতে নরসিংদীতে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ও স্থাপন করা হবে। জনগণ উন্নয়নের মার্কা নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করবে।

এবার দেখা যাক উতসব আমেজ তো নেই ই, উৎকণ্ঠার নির্বাচন  কতটা আশা পূরণ করতে পারে জনগণের।  তবে ভোটার উপস্থিতি  ৫০ ভাগের কম হলে এক হিসাব আর এর বেশী হলে ফলাফল ভিন্নরকম হতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন