1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের উদ্যোগে উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত রাজশাহীতে রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সে সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠান অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের বিশ্লেষণ প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক জোরদারে মনোযোগ শেখ হাসিনার ইতিবাচক ধারায় দেশের অর্থনীতির সূচক প্রথম চ্যালেঞ্জ পার করেছে আওয়ামী লীগ, সামনে আরও তিন নরসিংদীতে বজ্রপাতে দুই কৃষিশ্রমিক নিহত, আহত দুই দাবি আদায়ে অনঢ পল্লী বিদ্যুৎ সমিতি, পঞ্চম দিনেও কর্মবিরতিতে কর্মকর্তা কর্মচারীরা নরসিংদীতে কোল্ড স্টোরেজে প্রায় ১৯ লাখ ডিম মজুদ নরসিংদীর দুই উপজেলায় কাপ-পিরিচের জয় কাপাসিয়ায় ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম, ২ ঘন্টায় ৮% ভোট পড়েছে

রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধে মারধরের ২৬ দিন পর বৃদ্ধের মৃত্যু থানায় মামলা ॥ আটক এক

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Tuesday, February 20, 2024
  • 58 বার দেখা হয়েছে

 

মেহেদী হাসান রিপন:

নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আহতের ২৬ দিন পর নবর আলী (৬৫) নামে এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার রাত আনুমানিক ২ টায় রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত নবর আলী (৬৫) রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের অলিপুরা গ্রামের মৃত নুর মোহাম্মদ এর ছেলে। এ ঘটনায় অভিযোগ উঠেছে তার সৎ ভাইয়ের সন্তানদের বিরুদ্ধে। এ বিষয়ে নিহতের মেয়ে হাফেজা বাদী হয়ে ৮ জনকে আসামী করে থানায় একটি  হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এজাহারভূক্ত মরিয়ম নামে এক আসামীকে গ্রেপ্তার করেন।

স্থানীয় সুত্র ও নিহতের মেয়ে সাবিনা আক্তার জানায়, চলতি বছরের ২৩ জানুয়ারী জমি সংক্রান্ত বিরোধের জের ও জমিতে ট্রাক্টর নেওয়ার সময় বাঁধা দেওয়াকে কেন্দ্র করে তার বাবাকে মারধর করে তার সৎ চাচাতো ভাইয়েরা। এ সময় তাকে এলোপাথারি মারধর করলে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে নয় দিন চিকিৎসা শেষে বাড়ি নিয়ে আসা হয়। বাড়িতে কয়েকদিন চিকিৎসা চলার সময় বুকে ব্যাথা হলে  স্থানীয় সরকারী হাসপাতালে নিয়ে যাবার পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রায়পুরা থানার পুলিশ। ঘটনার পর থেকেই আসামী পক্ষের লোকজন পলাতক রয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রায়পুরা থানার পুলিশ। ঘটনার পর থেকেই আসামী পক্ষের লোকজন পলাতক রয়েছেন। এ ব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাফায়েত হোসেন পলাশ বলেন, নিহতের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন