1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
সর্বশেষ সংবাদ
দেশসেরা এসএসসির ফলাফল নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস `মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাংলাদেশে এখনই প্রভাব পড়বে না’ চাকরির শুরু এবং শেষ দু’টোই হোক আনন্দময় সমন্বয়হীনতা আর কোন্দলে দুর্বল হয়ে পড়ছে বিএনপি মনোহরদী উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মত বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় নিহত ‘অড সিগনেচার’ ব্যান্ডের সদস্য আহাসান তানভীর পিয়াল পলাশে আন্তঃনগর ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু শিবপুর উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতার প্রার্থীতা প্রত্যাহার রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের উদ্যোগে উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

নরসিংদীর রায়পুরা চর আড়ালিয়া ইউনিয়নে মাসুদা জামান বিজয়ী

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Monday, March 11, 2024
  • 60 বার দেখা হয়েছে

নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যৌথ  বাহিনীর মহড়া

রায়পুরা প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে চশমা প্রতীকে মাসুদা জামান বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। শনিবার দিনভর ভোটগ্রহণ শেষে ফলাফল গণনার পর মাসুদা জামানকে বিজয়ী ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা মো. আজহারুল ইসলাম। মাসুদা জামান ইউনিয়নটির বর্তমান চেয়ারম্যান ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকারের স্ত্রী।

তিনজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মাসুদা জামান চশমা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৩৯৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সজিব সরকার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬২৮ ভোট এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান সরকার আনারস প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৭৭ ভোট।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় বলছে, ইউনিয়নটির ৯টি কেন্দ্রে ১২ হাজার ৭৫৫ জন ভোটারের মধ্যে ৯ হাজার ১৬৬ জন ভোট দিয়েছেন। ১৬৩টি ভোট বাতিল হয়েছে। ৭১ দশমিক ৮৬ শতাংশ ভোট পড়েছে। নির্বাচনে ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ স্ট্রাইকিং ফোর্স, র‌্যাব, বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করেছেন।

রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজহারুল ইসলাম জানান, চর আড়ালিয়া ইউপি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। ভোটগণনা শেষে চশমা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাসুদা জামানকে বেসরকারীভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

এর আগে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কেন্দ্র পরিদর্শনসহ র‌্যাব পুলিশ এবং বিজিবির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার দিন ব্যাপী মহড়া অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জুডিয়াল ম্যাজিস্ট্রেট ওসহকারী কমিশনার শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার অণির্বান চৌধূরী, এএসপি সার্কেল আপসারুল আলম, ওসি মো: সাফায়েত হোসেন পলাশ, ওসি (তদন্ত) মীর মাহবুবর রহমানসহ অনেকে। এ নির্বাচনের নিরাপত্তায় থাকছেন একজন জুডিয়াল ম্যাজিস্ট্রেটসহ ৭ নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন