1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় সমবায় কার্যালয়ের উদ্যোগে উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত রাজশাহীতে রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সে সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠান অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশনের বিশ্লেষণ প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক জোরদারে মনোযোগ শেখ হাসিনার ইতিবাচক ধারায় দেশের অর্থনীতির সূচক প্রথম চ্যালেঞ্জ পার করেছে আওয়ামী লীগ, সামনে আরও তিন নরসিংদীতে বজ্রপাতে দুই কৃষিশ্রমিক নিহত, আহত দুই দাবি আদায়ে অনঢ পল্লী বিদ্যুৎ সমিতি, পঞ্চম দিনেও কর্মবিরতিতে কর্মকর্তা কর্মচারীরা নরসিংদীতে কোল্ড স্টোরেজে প্রায় ১৯ লাখ ডিম মজুদ নরসিংদীর দুই উপজেলায় কাপ-পিরিচের জয় কাপাসিয়ায় ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম, ২ ঘন্টায় ৮% ভোট পড়েছে

নরসিংদীতে অজ্ঞাত গাড়ির চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Sunday, March 17, 2024
  • 70 বার দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি
নরসিংদীর বেলাব উপজেলায় অজ্ঞাত গাড়ির চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে বেলাব উপজেলার পুরাদিয়া-আগরপুর আঞ্চলিক সড়কের চর লতিফপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের ভাটিপাড়া এলাকার মৃত মোতালেব মিয়ার ছেলে মোস্তফা মিয়া (৫৭) এবং একই গ্রামের মধ্যপাড়া এলাকার ছন্দু মিয়ার ছেলে মুরশিদ মিয়া (৪৫)। তাঁদের মধ্যে মোস্তফা মিয়া কৃষিশ্রমিক ও মুরশিদ মিয়া প্রবাসী ছিলেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আজ সকাল সাড়ে ছয়টার দিকে কিশোরগঞ্জের বাজিতপুরের আগরপুর থেকে ওই সড়ক ধরে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে তিনজন যাত্রী বেলাব উপজেলার পুরাদিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। চর লতিফপুর এলাকায় পৌঁছার পরপরই একটি গাড়ি পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রীরা সড়কে ছিটকে পড়ে ওই গাড়ির চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই মোস্তফা মিয়ার মৃত্যু হয়। আর মুরশিদ মিয়ার শরীর থেকে এক হাত বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনা ঘটিয়ে অজ্ঞাত গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মুরশিদ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্য দুজনকে পার্শ্ববর্তী কিশোরগঞ্জের বাজিতপুরের একটি হাসপাতালে পাঠান। খবর পেয়ে বেলাব থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম সকাল সাড়ে আটটার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহত মোস্তফা মিয়ার নিথর দেহ উদ্ধার করেন। এ সময় বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন হাসপাতালটির জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক। অন্যদিকে ঢাকায় নেওয়ার পথে গাড়িতে মারা যান মুরশিদ মিয়া।
বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদ হোসেন জানান, ‘সড়ক দুর্ঘটনার শিকার মোস্তফা মিয়াকে মৃত অবস্থায় আমাদের হাসপাতালে আনা হয়েছিল। তাঁর কোমর থেকে কাঁধ পর্যন্ত শরীরের একপাশ থেঁতলে গিয়েছিল। তাঁর লাশ আমরা থানা-পুলিশের হাতে বুঝিয়ে দিয়েছি।’
মোস্তফা মিয়া কৃষিশ্রমিক ছিলেন জানিয়ে তাঁর ছেলে নাদির হোসেন বলেন, প্রতিদিন ভোরে পুরাদিয়া বাজারে গিয়ে তাঁর বাবা কাজের সন্ধান করতেন। আজ ভোররাতে সাহ্রি খেয়ে কাজ খুঁজতে অটোরিকশায় চেপে পুরাদিয়া বাজার রওনা হয়েছিলেন তিনি। পথে অজ্ঞাত গাড়ি চাপা দিলে তাঁর মৃত্যু হয়। যেহেতু এটি একটি দুর্ঘটনা, তাঁদের কোনো অভিযোগ নেই। মরদেহের ময়নাতদন্ত না করার অনুরোধ জানান তিনি।
কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আবদুল্লাহপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ফারুক আহমেদ বলেন, ভাগলপুর হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে মুরশিদ মিয়ার মৃত্যু হয়। তাঁর লাশ নিয়ে স্বজনরা বাড়ি ফিরছেন। সৌদিপ্রবাসী মুরশিদ মিয়া মাত্র দুই মাস আগে দেশে ফিরেছিলেন বলে জানান তিনি।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, ‘মোস্তফা মিয়ার স্বজনেরা হাসপাতালে এসে লাশ শনাক্ত করেছেন। তাঁরা বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর চাইছেন। এ দিকে একহাত বিচ্ছিন্ন হয়ে আরেকজন যাত্রীর আহত হওয়ার খবর শুনেছি, কিন্তু ঘটনাস্থলে গিয়ে আমরা তাঁকে পাইনি। স্থানীয় লোকজন আমাদের জানিয়েছেন, ওই ব্যক্তিকে ঢাকায় পাঠানো হয়েছে। তাঁর নাম-পরিচয়সহ সর্বশেষ পরিস্থিতি আমরা জানার চেষ্টা করছি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন