1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
সর্বশেষ সংবাদ
রাজাদী চিনিশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়মের প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত মাধবদীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারী নিহত নরসিংদী সদর ও পলাশে অনুষ্ঠিত হলো ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ ঐতিহ্যের স্মারক রাজশাহী জেলা প্রশাসন ২৫২ বছরে পদার্পণ দেশসেরা এসএসসির ফলাফল নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল এন্ড হোমস `মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাংলাদেশে এখনই প্রভাব পড়বে না’ চাকরির শুরু এবং শেষ দু’টোই হোক আনন্দময় সমন্বয়হীনতা আর কোন্দলে দুর্বল হয়ে পড়ছে বিএনপি মনোহরদী উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মত বিনিময় সভা

পল্লী মঙ্গল কর্মসুচী (পিএমকে) মাধবদী শাখার আয়োজনে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Monday, May 6, 2024
  • 15 বার দেখা হয়েছে

সুমন পালঃ পল্লী মঙ্গল কর্মসুচী (পিএমকে) মাধবদী শাখার আয়োজনে বিনামূল্যে স্বাস্থ্য সেবার কার্যক্রম প্রাথমিক চিকিৎসা, মেডিসিন, গাইনি, চক্ষু পরিক্ষা, ঔষধ ও চশমা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৫ এপ্রিল বৃহস্পতিবার উত্তর বিরামপুর এলাকার শাখা কার্যালয়ে দিনব্যাপী এ স্বাস্থ্য কার্যক্রম অনুষ্ঠিত হয়। অত্র এলাকার আটশত অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ এবং চোখে কম দেখা রোগীদের মাঝে চশমা বিতরণ করা হয়েছে। সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তার দ্বারা রোগীদের সেবা প্রদান করা হয়। এসময় পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) মাধবদী শাখার ম্যানেজার মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পল্লী মঙ্গল কর্মসুচী (পিএমকে) চিফ অডিটর মোঃ আবুল কাশেম, সহকারী পরিচালক সঞ্জয় কুমার বর্ধন, সহকারী প্রোগ্রাম ম্যানেজার মোঃ সফিকুর রহমান, প্রোগ্রাম ইনচার্জ(হেল্থ) মোঃ মনিরুজ্জামান, একাউন্টস অফিসার মোঃ জুয়েল আলম। স্বাস্থ্যসেবা প্রদানকারী অভিজ্ঞ ডাক্তাররা হলেন চক্ষু বিভাগের চিকিৎসক ডা: মেহেদী হাসান লিমন, মেডিসিন বিভাগের চিকিৎসক ডা: আশিকুর রহমান, গাইনী ও প্রসূতী, মেডিসিন, শিশু চিকিৎসক ডা: জেমিমা জেরিন আঁখি, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা: জাহিদ হাসান, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা: মোঃ সোহেল রানা। দূর-দূরান্ত থেকে আগত রোগীরা দিনভর বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করে থাকে। পল্লী মঙ্গল কর্মসুচী (পিএমকে) কর্মকর্তারা জানান, এ সংগঠন ১৯৮৮সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সারাদেশে তিনশত এর অধিক শাখার মাধ্যমে অসহায় দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান সহ আমাদের স্বাস্থ্যসেবা সংগঠনের কার্যক্রম সারা দেশে চলমান রয়েছে। ভবিষ্যতেও গ্রামীণ জনগোষ্ঠীকে আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য সেবা কার্যক্রম ও ওষুধ সরবরাহ চলমান থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন