1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur

রায়পুরায় তুচ্ছ ঘটনায় ৮ ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Friday, August 7, 2020
  • 465 বার দেখা হয়েছে

মেহেদী হাসান রিপন, রায়পুরা থেকে: নরসিংদীর রায়পুরায় তুচ্ছ ঘটনায় ৮ বসত ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৮টায় উপজেলার পাড়াতলী ইউনিয়নের সাচিয়াপাড়া গ্রামের মোঃ ফরিদ মিয়ার বাড়ীতে। খবর পেয়ে গত বুধবার সকালে রায়পুরা থানার এসআই তারকনাথ শীল ও রাফিউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা যায়, এর আগে শুক্রবার জুম্মার নামাজের সময় তুচ্ছ ঘটনায় সোনাবালুয়া গ্রামের বাচ্চ ুমিয়ার ছেলে রাসেল ও তার সহপাঠিরা ফরিদ মিয়ার ছোট ভাই হোসেনকে মারধোর করে। পরে ফরিদ মিয়ার লোকজন রাসেলকেও পাল্টা মেরে দেয়। এরই জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় রাসেল তার ভাড়া লোকজন নিয়ে ফরিদের বাড়ীতে হামলা চালায়।
ফরিদ মিয়ার অভিযোগ, রাসেল ও ভাড়া করা লোকজন নিয়ে ৮টি ঘর ভাঙচুর করে এবং ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্নালঙ্কার লুট করে নিয়ে যায়। এতে তার প্রায় ১৫ লক্ষাধিক টাকা ক্ষতি সাধিত হয়েছে বলে ফরিদ মিয়ার অভিযোগ।
এ ব্যাপারে রাসেলের মা বলেন, বাড়ী থেকে রাসেলকে তার বন্ধু ডেকে নিয়ে মারধোর করে বাড়ীতে নিয়ে আটকে রাখে। রাসেলের সাথে থাকার দু লাখ টাকা ও একটি মোবাইল সেট তারা ছিনিয়ে নেয়। খবর পেয়ে বাড়ীর লোকজন গিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে আসে। এ সময় হয়তো কিছু ঘরে ভাঙচুর হতে পারে। তবে কোন লুটপাটের ঘটনা ঘটেনি।
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বলেন, উভয় পক্ষের সাথে কথা বলে আপোষ মিমাংসার চেষ্টা করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন