1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur

ভৈরবে দৈনিক দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

ভৈরব প্রতিনিধি
  • পোস্টের সময় Tuesday, March 5, 2024
  • 201 বার দেখা হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে কেক কাটা, ফুলেল শুভেচ্ছা ও আলোচনা সভার মাধ্যমে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

সোমবার (৪ মার্চ) বিকালে স্থানীয় কমলপুর হাজী জহির উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই উৎসব উদযাপিত হয়।

ভৈরব টিচার্স ট্রেনিং কলেজের পরিচালক, নাট্যকার আসাদুজ্জামান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ভৈরব বইমেলা পরিষদের উপদেষ্টা আতিক আহমেদ সৌরভ, প্রধান শিক্ষক লে: অহিদুর রহমান ও পরিচালনা পরিষদের সভাপতি মো. লোকমান হোসেন সরকার।

জাতীয় শিশু-কিশোর ও যুব সংগঠন ভৈরব শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আকাশের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ভৈরব প্রতিনিধি মোস্তাফিজ আমিন।

আলোচনা সভায় অতিথি বক্তারা বলেন, প্রতিষ্ঠার শুরু থেকে দৈনিকটি অত্যন্ত দায়িত্বশীলতার সাথে তাদের সংবাদ পরিবেশন করে আসছে। নিরপেক্ষ সম্পাদকীয় নীতিকে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিক সমস্যাগুলি সুন্দরভাবে পাঠকের সামনে তুলে ধরছে। সমৃদ্ধ বিষয়ভিত্তিক উপস্থাপনায় তাদের প্রতিটি বিভাগ পাঠক ও সুধীজনদের নজর কেড়েছে।

যার ফলে প্রতিষ্ঠার অল্পসময়ে এই কাগজটি তার নিজস্ব অবস্থান তৈরি করে নিয়েছে। এই ধারা অব্যাহত থাকলে আগামী দিনে এটি দেশের একটি আস্থাশীল দৈনিকে রূপ নিবে। তবে আলোচকরা পত্রিকাটিতে স্থানীয় সংবাদ আরও বেশী বেশী প্রকাশের প্রত্যাশা করেন।

আলোচনা সভায় অন্যান্যের মাঝে অংশ নেন আওয়ামী লীগনেতা নাজমুল হক, প্রভাষক সাইদুর রহমান সাইফ, ফ্রিলেঞ্চার মোয়াজ্জেম হোসেন মঞ্জু, স্বদেশ হাসপাতাল (প্রা:) লি: পরিচালক মোমিনা বেগম, মহিলা আওয়ামী লীগনেত্রী দিবা রহমান, ব্যবসায়ী হাজী শাহ আলম, মহিলা অধিদপ্তরের প্রধান প্রশিক্ষক নিপা রহমান প্রমূখ।

আলোচনা শেষে আগত অতিথি ও সুধীজনেরা স্থানীয় প্রতিনিধির মাধ্যমে দেশ রূপান্তরকে ফুলেল শুভেচ্ছা জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন