1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 30, 2024, 3:49 pm
সর্বশেষ সংবাদ
৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার, ১৬ লাখ টাকা উদ্ধার নরসিংদীতে কারিগরি শিক্ষার উপর সেমিনার ও চাকরি মেলা নরসিংদীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত মনোহরদীতে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় শিবপুরে প্রেমিকার আত্মহত্যার ১৯ দিন পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রেমিকের আত্মহত্যা নরসিংদীতে বৃষ্টি কামনা করে ইসতিসকার নামাজ আদায় উপজেলা নির্বাচন: বিএনপি’র হুশিয়ারিকে পাত্তা দিচ্ছে না তৃণমূল নেতারা দোষ কি সব প্রকৃতির? মনোহরদীতে সরকারি নির্দেশনা অমান্য করে গরমের ছুটিতেও নির্বাচনী পরীক্ষা গ্রহণ নরসিংদীতে ট্রেনেকাটাপড়ে এক বৃদ্ধার মৃত্যু

পলাশে দৃষ্টিনন্দন সাজে দুর্গা মাকে আকর্ষণীয় করতে ব্যস্ত প্রতিমা শিল্পীরা

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Monday, October 12, 2020
  • 377 বার দেখা হয়েছে

আল-আমিন মিয়া: হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে নরসিংদীর পলাশ উপজেলায় মন্দিরে মন্দিরে প্রতিমা তৈরিতে চলছে শেষ প্রস্তুতি। দৃষ্টি নন্দন ও আকর্ষণীয় করে তুলতে প্রতিমা শিল্পীরা রাত-দিন ব্যস্ত সময় পার করে রং আর তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছেন দেবী দুর্গার এক একটি রূপ। শিল্পীর হাতের ছোয়ায় একটু একটু করে জীবন্ত হয়ে উঠছেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা।

এ বছর করোনাভাইরাসের কারণে প্রতিটি মন্দিরে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপন করা হবে। পলাশ উপজেলার ধলাদিয়া এলাকার শ্রী শ্রী রাধা-কৃষ্ণ মন্দিরের দুর্গা প্রতিমার কারিগর রবিন্দ্র চন্দ্র বর্মণ জানান, মাকে সাজাতে হচ্ছে ভক্তদের কথা মাথায় রেখে। আর এজন্য দিন-রাত পরিশ্রম করে চলছি আমরা। প্রতিমা তৈরি দেখতে ভিড় করছে হিন্দু ধর্মাবলীর নারী-পুরুষ ও শিশুরা। দেবী দূর্গাকে বরণ করতে ঘরে ঘরে চলছে আনন্দ উৎসব ও পূজার প্রস্তুতি । ২২ অক্টোবর শুরু হবে পুজা। দশমী শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ২৬ অক্টোবর উৎসবের সমাপ্তি ঘটবে। এদিকে পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন এ প্রতিবেদককে জানান, পলাশ উপজেলায় ৩৮ টি দুর্গা পূজা মন্ডবে পূজা অনুষ্ঠিত হবে। আশা করি হিন্দু ধর্মাবলীর লোকজন তাদের বড় ধর্মীয় উৎসবটি শান্তিপূর্ণভাবে পালন করতে পারবে। অপরদিকে পলাশ উপজেলা পূজা উদ্যাপন কমিটির সহ সভাপতি নীল কমল রায় অর্চণ জানান, আগামী ২২ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গা পূজার মূল অনুষ্ঠানিকতা। সনাতন ধর্মাবলীদের সবচেয়ে বড় ধর্মীয় শারদীয় দুর্গা পূজা। পলাশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ নাসির উদ্দিন জানান, ধর্মীয় উৎসব দুর্গা পূজাকে ঘিরে সব ধরণের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিটি পূজা মন্ডবে পুলিশ, আনসার ও সাদা পোষাকের পুলিশ মোতায়েন থাকবে। এদিকে সোমবার সকালে পলাশ উপজেলার সম্মেলন কক্ষে পলাশের নির্বাহী অফিসার রুমানা ইয়াসমিন শারদীয় দূর্গাপুজা-২০২০ যথোচিত মর্যাদা ও শান্তিপূর্ণ ভাবে উদযাপনের জন্য এক প্রস্তুতি মূলক সভা করেন। অপরদিকে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ পলাশ শাখার পক্ষ থেকে মহালয় অনুষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে করতে হবে,পুজামন্ডপে আগত দর্শনার্থীদের মাস্ক পড়তে হবে এবং দর্শনার্থীদের ৩ ফুট দুরত্ব বজায় রাখতে হবে,আতশবাজী ও পটকার ব্যবহার থেকে বিরত থাকতে হবে এবং প্রতিমা বিসর্জনে শোভাযাত্রা পরিহার করা সহ ২৬ দফার এক নির্দেশনার লিফলেট বিতরণ করতে দেখা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন