1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur

আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ শিবপুরে ৯১ শতাংশ খাস জমি উদ্ধার করেছে প্রশাসন

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Sunday, February 27, 2022
  • 301 বার দেখা হয়েছে

এস এম আরিফুল হাসান: নরসিংদীর আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ
শিবপুরে ৯১ শতাংশ খাস জমি উদ্ধার করেছে প্রশাসন  শিবপুরে ৯১ শতাংশ খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের ঘর মির্মাণের জন্য এই জমি উদ্ধার করা হয়। বুধবার (২৪ ফেব্রুয়ারী) উপজেলার দুলালপুর ইউনিয়নে ৩০ শতাংশ জমি এবং পূর্বে যোশর ইউনিয়নে ৬১ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে। নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খানের নির্দেশনায় এবং শিবপুর উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাত এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এসব জমি উদ্ধার করেন উপজেলা সহকারী কমিশার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরুখ খান। তিনি এসব জমি উদ্ধার করে সার্ভেয়ার দ্বারা সীমানা নির্ধারণ করেছেন বলে জানান। বর্তমানে যোশর ইউনিয়নে উদ্ধারকৃত ৬১ শতাংশ জমিতে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ২৫ ঘর নির্মাণ করা হচ্ছে এবং দুলালপুরে উদ্ধারকৃত জমিতে ১০টি ঘর নির্মাণের প্রস্তুতি চলছে। ইউএনও জিনিয়া জিন্নাতের সরাসরি তত্ত্বাবধানে ঘরনির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছেন এসিল্যান্ড মোঃ শাহরুখ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদা খাতুনসহ অন্যান্যরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন