1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur

আমরা মানুষের ভাগ্য উন্নয়নে রাজনীতি করি, প্রতিহিংসা নয় : শিল্প মন্ত্রী

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Sunday, March 6, 2022
  • 278 বার দেখা হয়েছে

আমিনুল হক:
আমরা মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি করি, প্রতিহিংসার নয়। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা থাকতে পারে না। বেলাব হবে সমগ্র দেশর মধ্যে একটি দৃষ্টিনন্দন উপজেলা। উপজেলার নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের ২ কোটি ৪৪ লক্ষ ৬২ হাজার ৪৯১ টাকা ব্যয়ে নির্মিত নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শিল্প মন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি এ কথা বলেন। তিনি আরও বলেন, বেলাব উপজেলার সর্বস্তরের মানুষের জন্য আমার মন্ত্রণালয় সর্বক্ষণ খোলা থাকবে। বর্তমান সরকারের হাত ধরে দেশ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এ সময় উপজেলার নারায়নপুরে বিসিক শিল্পনগরি করার ঘোষনা দেন তিনি।
গতকাল (৫ মার্চ) শনিবার সকালে ১১ টায় উপজেলার নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় গভর্ণিং বডির সভাপতি মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মনিরুজ্জামান ভূঁইয়া জাহাঙ্গীর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনূর আক্তার, বেলাব উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খাঁন, বেলাব উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ সমশের জামান ভূইয়া (রিঁটন), সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম (নজরুল), বেলাব-রায়পুরা সার্কেল সত্যজিৎ ঘোষ, বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাফায়েত হোসেন পলাশ, বেলাব উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন