1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 28, 2024, 1:20 am
সর্বশেষ সংবাদ
শিবপুরে প্রেমিকার আত্মহত্যার ১৯ দিন পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রেমিকের আত্মহত্যা নরসিংদীতে বৃষ্টি কামনা করে ইসতিসকার নামাজ আদায় উপজেলা নির্বাচন: বিএনপি’র হুশিয়ারিকে পাত্তা দিচ্ছে না তৃণমূল নেতারা দোষ কি সব প্রকৃতির? মনোহরদীতে সরকারি নির্দেশনা অমান্য করে গরমের ছুটিতেও নির্বাচনী পরীক্ষা গ্রহণ নরসিংদীতে ট্রেনেকাটাপড়ে এক বৃদ্ধার মৃত্যু মাধবদীতে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু নরসিংদীতে ৪২ কেজি গাঁজা ও ১৫০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের ‘হস্তক্ষেপ’ ঠেকাতে কঠোর আওয়ামী লীগ তৈরি পোশাকে শুল্কের বিরোধিতায় যুক্তরাষ্ট্রের ক্রেতারা

বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Thursday, March 2, 2023
  • 249 বার দেখা হয়েছে

তানভীর আহমেদ:
কিশোরগঞ্জের মিঠামইনে ‘বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস’ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে মিঠামইনে পৌঁছে সেনানিবাসের উদ্বোধন করেন তিনি।
এ সময় নবনির্মিত সেনানিবাস এলাকায় একটি গাছের চারা রোপন করেন প্রধানমন্ত্রী। পরে পতাকা উত্তোলন করে মোনাজাতে অংশ নেন। আবদুল হামিদ সেনানিবাস ২৭৫ একর জমির ওপর নির্মাণ করা হয়েছে। নব এই সেনানিবাস হাওর অঞ্চলের প্রতিরক্ষা নিশ্চিতে ভূমিকা রাখবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর আধুনিকায়নে সরকার কাজ করছে। সেনাবাহিনীতে যুক্ত হয়েছে আধুনিক যুদ্ধ সরঞ্জাম।
দীর্ঘ প্রায় দুই যুগ পর মঙ্গলবার কিশোরগঞ্জের মিঠামইনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বহনকারী হেলিকপ্টার সকাল এগারটার দিকে হাওর এলাকায় পৌঁছে। এদিন বিকেলে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নেন তিনি।
এরইমধ্যে নানান জায়গা থেকে কিশোরগঞ্জের মিঠামইনে জড়ো হতে শুরু করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীসহ অসংখ্য সাধারণ মানুষ। আওয়ামী লীগ সভানেত্রীর জনসভা ঘিরে দলটির তৃণমূলের নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার কমতি নেই। রঙ-বেরঙের ব্যানার-ফেস্টুন নিয়ে জনসভাস্থলে যান সাধারণ জনগণ। এদিকে, প্রধানমন্ত্রীকে বরণ করতে আগেরদিনই কিশোরগঞ্জ গেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। হাওরের ২০ পদের মাছ দিয়ে প্রধানমন্ত্রীকে আপ্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে তার বাড়িতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাত্রা উপলক্ষ্যে পুরো কিশোরগঞ্জ প্রস্তুত এবং অধীর অপেক্ষায় আছে বলে জানিয়েছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
১৯৯৮ সালে সবশেষ কিশোরগঞ্জে গিয়েছিলেন শেখ হাসিনা। দীর্ঘ ২৫ বছর পর তার এ সফর ঘিরে হাওরজুড়ে উৎসবের আমেজ ছিল।
স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন যান, তখন হেলিকপ্টার নামার মতো উপযুক্ত জায়গা ছিল না। আর এখন উন্নয়নের চরম শিখরে হাওর এলাকা। তাই এবারের সফরে বদলে যাওয়া এক হাওর দেখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন