1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur

শিবপুরে কলেজ ছাত্রের উপর সন্ত্রাসী হামলা, থানায় অভিযোগ দায়ের

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Tuesday, March 7, 2023
  • 441 বার দেখা হয়েছে

শিবপুর প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের অনার্স ১ম বর্ষ বাংলা বিভাগের ছাত্র আবির হোসেন মৃধা (২২) এর উপর হামলার ঘটনা ঘটেছে। উপজেলার মাছিমপুর ইউনিয়নের খরিয়া গ্রামে গত ২৭ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে আটটার দিকে নিজ বাড়ি সংলগ্ন এ ঘটনা ঘটেছে। হামলার শিকার আহত আবির হোসেন খড়িয়া গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। তার পিতা ছিলেন বাংলাদেশ বর্ডার গার্ডের নায়ক সুবেদার সেখান থেকে র‌্যাবে কর্মরত অবস্থায় ২০১৮ সালে স্ট্রোক করে মারা যান তিনি। অভিযোগ রয়েছে সন্ত্রাসীরা আবিরকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় শিবপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযুক্তরা হলেন খড়িয়া গ্রামের মৃত বলাহি মৃধার ছেলে আব্দুল বাসেত মৃধা (৬০) এবং তার দুই ছেলে রোমান মৃধা (৩০) ও রাশেদ মৃধা (৩৫)।
আবিরের মা ও তার স্বজনরা জানান, জমি-জমা বিরোধ নিয়ে পূর্ব শত্রুতাসহ বিভিন্ন বিষয়ে বিবাদীদের সাথে বিরোধী চলে আসছে। গত ২৬ ফেব্রুয়ারি প্রতিবেশী এক শিশু বাচ্চার হাতে বিষের বোতল তুলে দেওয়াকে কেন্দ্র করে বিবাদীদের সাথে তর্ক-বিতর্ক হয় আবিরের। পরে রাতে বিষয়টা মীমাংসা হয়ে যায়। এই ঘটনার জেরে পরের দিন ২৭ ফেব্রুয়ারি সকাল আটটার দিকে আবির বাড়ির পাশ থেকে গরুর বাছুর আনতে গেলে বিবাদীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হইয়া পূর্ব পরিকল্পিতভাবে আবিরের উপর হামলা চালাতে আসলে আবির তাদের ভয়ে দৌড়ে পালিয়ে আসার সময় বাড়ির পাশে ছিটকে পড়ে যায়। এ সময় বিবাদীরা আবিরকে লক্ষ্য করে চাপাতি দিয়ে কুপিয়ে এবং এলোপাতাড়ি মারধর করতে থাকলে আবিরের ডাক চিৎকারে তার মা বাড়ি থেকে ছুটে গিয়ে ছেলেকে বাঁচাতে জড়িয়ে ধরলে তার মাকেও মারধর করে আহত করা হয়।
এ সময় সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে। আহতদের জোর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। আবিরকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে অবস্থা গুরুতর দেখে নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে দীর্ঘ আট দিন চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে ডাক্তারের পরামর্শে চিকিৎসাধীন রয়েছেন। আবিরের মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা গেছে।
সন্ত্রাসীদের ভয়ে নিয়ে আবিরের মা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি।
এ নিয়ে জানতে চাইলে থানার সেকেন্ড অফিসার এসআই আফজাল হোসেন, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আবিরের মা রেহানা আক্তার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিরুক্তদেরকে আটকের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন