1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur

সালুরদিয়া আদর্শ একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আরিফুল হাসান:
  • পোস্টের সময় Tuesday, February 27, 2024
  • 77 বার দেখা হয়েছে

শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের সালুরদিয়া আদর্শ একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারী) একাডেমি মাঠ প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি শিল্পপতি আলহাজ্ব মো: সামসুল ইসলাম মোল্লা। সৈয়দ নগর আতোয়ার রহমান উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবি ছিদ্দিক মাস্টারের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগীতায় উদ্বোধক ছিলেন পুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম। পুরস্কার বিতরণে ছিলেন পুটিয়া ইউনিয়ন ২ নং ওয়ার্ডের মেম্বার মো: মাহবুব মিয়া। সার্বিক সহযোগিতায় ছিলেন সালুরদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ সেলিম, সম্মানিত অতিথি ছিলেন সালুরদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুন্নাহার। অত্র একাডেমির সভাপতি নরসিংদী প্রেস ক্লাবের সদস্য এস এম আরিফুল হাসানের সঞ্চালনায় ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী খায়রুল বাশার, উদ্দীপ্ত তারুণ্য সেবা সংঘের সভাপতি মো: মাসুদুর রহমান, সমাজ সেবক জসিম উদ্দিন মোল্লা, দলিল লেখক মহসিন মোক্তার, নাজমুল হক সরকার প্রমুখ। সাবির্ক ত্ত্ববধানে ছিলেন, অত্র একাডেমির অধ্যক্ষ মতিউর রহমান, শিক্ষক শান্তা আক্তার, আইরিন আক্তার, ইসরাত জাহান, তাসফিয়া আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি শিল্পপতি আলহাজ্ব মো: সামসুল ইসলাম মোল্লা বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। দেশকে বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড়াতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। ফলে আজকের এই ক্ষুদে শিক্ষার্থীদেরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চাও করতে হবে। খেলাধুলা করতে দেহ ও মন ভাল থাকে, মেধাশক্তি বৃদ্ধি পায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন