1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
সর্বশেষ সংবাদ
প্রার্থীদের সাথে আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা এপেক্স ক্লাব অব টিউলিপ এর উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে গামছা ও ওরস্যালাইন বিতরণ মহান মে দিবস মহান মে দিবস ২০২৪ উপলক্ষ্যে বর্ণাঢ্য ‌র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নরসিংদীর অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় সভা তীব্র তাপদাহে মনোহরদীতে স্কাউটসের উদ্যোগে শরবত ও স্যালাইন বিতরণ নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ আয়োজনে অংশিজনের সাথে মত বিনিময় শুধু সার্টিফিকেট অর্জন করলেই হবে না: মনোহরদীতে শিল্পমন্ত্রী নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশী পিস্তল ও দেশিয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার সিলেটে পিএফজি মনোহরদীর তিনদিনের প্রশিক্ষণ সমাপ্ত

স্মার্ট বাংলাদেশ:  খেলাধুলা করে কেউ খালি হাতে ফিরে যায় না

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Friday, April 19, 2024
  • 31 বার দেখা হয়েছে

 

 

নিজস্ব প্রতিবেদক

 

বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ছোট্ট গ্রাম চাপড়ায় সূর্য ওঠার আগেই লাইনে দাঁড়িয়ে আছেন মোহাম্মদ আব্দুর রউফ। পার্শ্ববর্তী একটি গ্রাম থেকে প্রায় ছয় মাইল দূরত্ব অতিক্রম করে এখানে এসেছেন ভোর বেলায়। কিন্তু কেন? কারণ সেখানে খেলার আয়োজন করা হয়েছে। তিনি কার্নিভাল-স্টাইলের খেলা খেলতে লাইনে থাকা শত শত লোকের সঙ্গে সেখানে যোগ দেন। কিন্তু খেলার সময় নির্দিষ্ট বেলুনের গায়ে তীর নিক্ষেপ করলেও লক্ষ্যভ্রষ্ট হয়ে তীর গিয়ে লাগে অন্য আরেকটি বেলুনে।

 

লক্ষ্যে তীর পৌঁছাতে না পেরেও তিনি হতাশ হয়ে জাননি। কারণ সান্তনা পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ২৫০ মিলিলিটারের একটি সয়াবিন তেল। সেটি পেয়ে তিনি খুশি। তিনি বলেন, এরপইর আরেকদিন এই খেলা খেলতে অবশ্যই আসবো, যেকোনো দিন।

 

কনটেন্ট ক্রিয়েটর ওমর সানি সম্রাটের তৈরি ‘এসএস ফুড চ্যালেঞ্জ’ গেম খেলেছেন এমন হাজার হাজার বাংলাদেশির মধ্যে আব্দুর তার তিন সন্তান, বাবা-মা ও দুই ভাইসহ নয় সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। স্মার্ট বাংলাদেশের এমন চিত্র ওঠে এসেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা সিএনএনের প্রতিবেদনে।

 

বাংলাদেশের এমন অনেকেই আছেন যারা দারিদ্র্যের মধ্যে বাস করেন, তারা খ্যাতি, গৌরব কিংবা নগদ অর্থের জন্য এখানে খেলতে আসেন না। বরং তারা চাল, তেল, চিনি, মসুর ডাল এবং অন্যান্য দ্রব্যের মতো প্রতিদিনের নিত্যপণ্য জয়ের জন্য

 

সম্রাট আন্তর্জাতিক বার্তা সংস্থা সিএনএনকে বলেন, এটি আগে আসলে আগে পাবেন ভিত্তিতে করা হয়ে থাকে। এখানে খেলতে হলে বিনামূল্যে নিবন্ধন করতে হয়। খেলতে খেলতে সবাই কিছু না কিছু পেয়ে বিজয়ী হয়ে যায়।

 

দুই বছর আগে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর গম, ভুট্টা ও জ্বালানির দাম বেড়ে যাওয়ায় এই চ্যালেঞ্জের ধারণাটি সামনে আনেন তিনি। বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে যে ২০২৪ সালের শেষ পর্যন্ত বিশ্বব্যাপী দাম “ঐতিহাসিকভাবে উচ্চ স্তরে” থাকবে।

 

রঙিন খেলা এবং কেউ খালি হাতে বাড়ি না ফেরার অনুভুতি-গুড ফ্যাক্টরের সংমিশ্রণ সম্রাটকে বেশ জনপ্রিয়তা দিয়েছে। এই চ্যালেঞ্জটি এখন দেড় বিলিয়নেরও বেশি সম্মিলিত অনলাইন ভিউ নিয়ে গর্ব করে এবং ইউটিউব এবং ফেসবুকে প্রায় চার মিলিয়ন গ্রাহক এবং টিকটকে প্রায় ২ লাখ অনুসারী রয়েছে এই খেলা দেখার।

 

সোশ্যাল মিডিয়ায় এত ফলোয়ার থাকায় সম্রাট জানান, তিনি প্রতি মাসে ৩৫ থেকে ৪৫ হাজার ডলার আয় করেন শুধুমাত্র অনলাইন ক্লিক এবং ডিজিটাল আয়ের অন্যান্য মাধ্যম থেকে। তার ২৫ জনের একটি কর্মী রয়েছে এবং সমস্ত পুরষ্কার কেনার খরচসহ মাসে ৫ হাজার ডলার থেকে ১৫ হাজার ডলার তিনি আয় করেন। এখন পর্যন্ত তিনি কোন স্পন্সর তার সঙ্গে যুক্ত করেননি।

 

২০২১ সাল নাগাদ তিনি গ্রামের বাচ্চাদের জন্য গেমসে প্রতিদ্বন্দ্বিতা এবং হোম অ্যাপ্লায়েন্সের মতো পুরস্কার জেতার জন্য প্রতিযোগিতার আয়োজন শুরু করেন। সেখানে ফ্রাই প্যান, হাড়ি পাতিল, ব্লেন্ডারসহ নানা ইলেকট্রনিক সামগ্রি থাকতো। তিনি বলেন, মানুষ আইডিয়াটা পছন্দ করলেও পুরস্কারের সঙ্গে পরিচিত তেমন ছিল না।

 

তবে এক বছর পর যখন নিত্যপণ্যের দাম বাড়তে থাকে তখন তিনি জয়ের ফর্মুলায় হোঁচট খান। সম্রাট জানান, ভোজ্য তেল এমনকি পেঁয়াজের দাম ছিল নাগালের বাইরে এবং তখনই আমরা এই নিত্যপণ্যগুলোকে পুরস্কার হিসাবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।

 

এই সিদ্ধান্তটি গ্রামবাসীর মধ্যে অনুপ্রানিত করেছিল এবং আরও বেশি গ্রামবাসী এতে অংশ নিতে দেখা যায়।

বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে বাংলাদেশে খাদ্যপণ্যের দাম ৯ শতাংশ বেড়েছে, যা গত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ। এশিয়া ফ্রন্টিয়ার ইনভেস্টমেন্টসের রুচির দেশাই বলেন, মহামারী-সম্পর্কিত সরবরাহ চেইন সমস্যার পাশাপাশি ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রভাবের কারণে সে বছর উন্নত ও উন্নয়নশীল বিশ্বের জন্য মুদ্রাস্ফীতি বেড়েছে।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন