1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur

পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজে ঐতিহাসিক ৭ মার্চ পালন

অরবিন্দ রায়
  • পোস্টের সময় Friday, March 8, 2024
  • 55 বার দেখা হয়েছে

নরসিংদীর পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ স্কুল এন্ড কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৭ মার্চের ভাষাণ তরুণ প্রজন্মের যুবকের দেশ প্রেমে উদ্ধুদ্ধ করবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সোনার বাংলা গড়তে তরুণ প্রজন্ম এগিয়ে আসবে বলে বক্তারা বিশ্বাস করেন।

৭ মার্চ ১৯৭১ সালে ঢাকা রেসকোর্স মাঠে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ দেন। পূর্ব পাকিস্তানের পরাধীন, শোষিত, বঞ্চিত, নিপীড়িত, বাঙালি জাতি কে স্বাধীনতা  সংগ্রামের জন্য আহবান জানান। ৭ মার্চের ভাষান টি বিশ্ব প্রামাণ্য দলিল হিসেবে ইউনেস্কো ২০১৭ সালের ৩০ অক্টোবর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল’ রেজিস্টারের অর্ন্তভূক্ত করা হয়েছে।

৭ মার্চের ভাষাণ ছিলো মুক্তিযুদ্ধের জনগনকে অংশগ্রহণ করার ডাক। বঙ্গবন্ধুর ভাষণে বাঙ্গালী জাতি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। বাঙালি জাতি স্বপ্ন দেখে দেশ স্বাধীনতার। বাঙালি জাতি বিশ্বের কাছে বীরের জাতি হিসেবে পরিচিতি লাভ করে। নয় মাসের সশস্ত্র সংগ্রামের পর বাংলাদেশ সংগ্রামের পর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।

অধ্যক্ষ মো. মাসুম বিল্লাহ সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র কর, সিনিয়র শিক্ষক দুলু চন্দ্র সূত্রধর, সিনিয়র শিক্ষক রায়হান উদ্দিন আহমেদ, সিনিয়র শিক্ষক ছন্দা রানী সাহা, সিনিয়র শিক্ষক নাজমুল শাহীন, সিনিয়র শিক্ষক নাসরিন জাহান, সিনিয়র শিক্ষক মরিয়ম বেগম, সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক জাকির হোসাইন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন