1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
সর্বশেষ সংবাদ
নবজাতকের চিকিৎসা করাতে গিয়ে সড়ক দূর্ঘটনায় মা’র মৃত্যু বেলাবতে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রার্থীদের সাথে আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা এপেক্স ক্লাব অব টিউলিপ এর উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে গামছা ও ওরস্যালাইন বিতরণ মহান মে দিবস মহান মে দিবস ২০২৪ উপলক্ষ্যে বর্ণাঢ্য ‌র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নরসিংদীর অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় সভা তীব্র তাপদাহে মনোহরদীতে স্কাউটসের উদ্যোগে শরবত ও স্যালাইন বিতরণ নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ আয়োজনে অংশিজনের সাথে মত বিনিময় শুধু সার্টিফিকেট অর্জন করলেই হবে না: মনোহরদীতে শিল্পমন্ত্রী

পরিচয় বলতে না পারায় হাসপাতাল শয্যাই তার ঠিকানা

মোঃ মোজাম্মেল হক
  • পোস্টের সময় Wednesday, February 28, 2024
  • 98 বার দেখা হয়েছে

আট মাসের অধিক সময় ধরে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন প্রায় ৭০ বছরের এক বৃদ্ধ। কথা বলেন ইশারা ইঙ্গিতে। কোন ভাবেই মনের ভাব প্রকাশ করতে না পারার কারণে এতদিনে কেউ জানতে পারেনি তার পরিচয়। ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিছানায় শুয়ে থেকে যাচ্ছে তার সময়। নাম, পরিচয়হীন অসুস্থ্য এ বৃদ্ধের সেবা করে যাচ্ছেন অবলিলায় তারেক নামক এক যুবক। আর তার সেবার বিনিময়ে প্রতি মাসে আট হাজার টাকা দিচ্ছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসন মাহমুদ।

জানা যায়, গত বছর জুলাই মাসের সাত তারিখ মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেইটের সামনে আহত অবস্থায় পড়ে ছিল নাম পরিচয় বলতে না পারা ওই বৃদ্ধ। দীর্ঘ সময় পড়ে থাকার পর গভীর রাতে মনোহরদী পৌরসভার ৩ নং ওয়ার্ডের কমিশনার তাজুল ইসলাম তাকে প্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। হাসপাতালে ভর্তি করার পর হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এবং বিভিন্ন মাধ্যমে ছবি সহ পোস্ট দিয়ে ওই বৃদ্ধের পরিচয় জানার চেষ্টা করা হয়। অনেক চেষ্টার পর তার কোন আত্মীয় স্বজন কিংবা ওই বৃদ্ধের পরিচয় না পাওয়ায় তার ঠিকানা হয়ে যায় মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডের ৯ নং বেড।

সরেজমিন হাসপাতালে গিয়ে প্রতিবেদক দেখেন, বিছানায় শুয়ে থাকা ওই বৃদ্ধ কথা বলতে পারেন না। শরীরের ডান দিকটা অবশ হয়ে আছে। ধারণা করা হচ্ছে তার ডান সাইড প্যারালাইস্ড হয়ে আছে। এমন অসুস্থ্যতার কারণে ডান হাত দিয়ে খেতে না পারায় বাম হাত দিয়ে কষ্ট করে খাবার খাচ্ছেন তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায়, একেবারেই চলাফেরা করতে পারেন না তিনি। বিছানায় শুয়ে তিনি যেমন খাবার গ্রহণ করেন তেমনই বিছানায় করেন প্রশ্রাব পায়খানা। এমতাবস্থায় তার সার্বিক দেখভাল করার জন্য পার্শ্ববর্তী গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তারেক নামে এক যুবককে নিজ অর্থায়নে আট হাজার টাকা বেতনে নিয়োগ দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ। এর পর থেকে আন্তরিকতার সাথেই দায়িত্ব পালন করে আসছেন তারেক। সকাল আটটায় নিয়মিত হাসপাতালে উপস্থিত হয়ে রাত পর্যন্ত ওই বৃদ্ধের সাথে থাকেন তারেক। এ সময় তাকে খাবার খাওয়ানো, প্রশ্রাব-পায়খানা পরিষ্কার করা ছাড়াও সকল দায়িত্ব পালন করে থাকেন আন্তরিকতার সাথে। রাতে বাড়িতে যাবার আগে তারেক সকল খাবার এবং ঔষধ খাইয়ে দিয়ে যান। প্রশ্রাব পায়খানার জন্য আবার পড়িয়ে দিয়ে যান ডায়পার। পরদিন সকালবেলা এসে আবার সকল কিছু পরিষ্কার করেন তিনি। এছাড়াও হাসপাতালে ভর্তি রোগী হিসেবে তিনবারের খাবার এবং ঔষধ সরবরাহ করা হয় হাসপাতাল থেকে। তবে সকল ঔষধ পথ্য হাসপাতাল থেকে সরবরাহ করা না গেলে অনেক সময় বাহির থেকে কিনে আনতে হয়। বাহির থেকে কিনতে হয় প্রশ্রাব পায়খানার জন্য ডায়পার সহ আনুসাঙ্গিক কাপড়। এ সকল কিছুর জন্য উপজেলা সমাজ সেবা অফিস থেকে কিছু সহযোগিতা করা হয়। সমাজ সেবার এ সহযোগিতার বিষয়টি ব্যবস্থা করা হয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের আবেদনের পরিপ্রেক্ষিতে।

মনোহরদী পৌরসভার ৩ নং ওয়ার্ড কমিশনার তাজুল ইসলাম বলেন, লোক মারফত খবর পেয়ে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে নিয়ে হাসপাতালে ভর্তি করি। এরপর থেকে এখনো পর্যন্ত তিনি হাসপাতালে ভর্তি আছেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মনির হোসেন বলেন, আমাদের পক্ষ থেকে এ বিষয়ে সহযোগিতা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। ভবিষ্যতে এ সহযোগিতার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ বলেন,“একজন ডাক্তার হিসেবে মানুষের সেবা করা আমার দায়িত্ব। সরকারি হাসপাতালে তিনি সরকারি সেবা পাচ্ছেন। কোন আত্মীয় স্বজন না থাকায় বিছানায় পড়ে থাকা একজন মানুষের সার্বিক দায়িত্ব পালনের জন্য আমি নিজের অর্থায়নে লোক রেখেছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন