1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 30, 2024, 8:25 am
সর্বশেষ সংবাদ

নরসিংদী জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

অরবিন্দ রায়
  • পোস্টের সময় Sunday, March 3, 2024
  • 110 বার দেখা হয়েছে

নরসিংদী জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২ মার্চ পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলার নির্বাহী অফিসার আসমা সুলতানা নাসরীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মাসুম বিল্লাহ।

ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিওিক কুইস ও কাবিং প্রতিযোগিতায় জেলা পর্যায়ে বিজয়ীদের সনদ বিতরন করা হয়।

জেলার শ্রেষ্ঠ কাব শিশু বালক, শিবপুর উপজেলার আবির হোসেন, শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। জেলার শ্রেষ্ঠ কাব শিশু  বালিকা, রায়পুরা উপজেলার সাদিয়া আফরিন, হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। জেলার শ্রেষ্ঠ বিষয় ভিওিক কুইজ বালিকা, নরসিংদী সদর উপজেলার তাসফিয়া রহমান, ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। জেলার শ্রেষ্ঠ বিষয় ভিওিক কুইজ বালিক, নরসিংদী সদর উপজেলার ইরশাদুল ইসলাম সাদ, কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়।

জেলার শ্রেষ্ঠ ক্রিকেট বল নিক্ষেপ বালক, পলাশ উপজেলার মো. রানা, দক্ষিণ পাইকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়। জেলার শ্রেষ্ঠ ক্রিকেট বল নিক্ষেপ বালিকা, মনোহরদী উপজেলার মিতু, চর গোহাল বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। জেলার শ্রেষ্ঠ উচ্চ লাফ বালক, মনোহরদী উপজেলার রাফাত খন্দকার, নোয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। জেলার শ্রেষ্ঠ উচ্চ লাফ বালক, বেলাব উপজেলার তানিয়া আক্তার, বেলাব সরকারি প্রাথমিক বিদ্যালয়।

জেলার শ্রেষ্ঠ দৌড় প্রতিযোগিতায় বালিকা, শিবপুর উপজেলার তাসকিয়া তাবাসসুম, আড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। জেলার শ্রেষ্ঠ গনিত বালিকা, শিবপুর উপজেলার নুসরাত, ধানুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। জেলার শ্রেষ্ঠ ইংরেজি বালক, শিবপুর উপজেলার আবির হাসান, শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিভিন্ন উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার, বিজয়ী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী  শিক্ষক সহ পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র কর, সিনিয়র শিক্ষক সুজিত কুমার দাস, সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান প্রমুখ। এ ছাড়াও শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন