1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
সর্বশেষ সংবাদ
নবজাতকের চিকিৎসা করাতে গিয়ে সড়ক দূর্ঘটনায় মা’র মৃত্যু বেলাবতে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রার্থীদের সাথে আচরণবিধি প্রতিপালন বিষয়ক মতবিনিময় সভা এপেক্স ক্লাব অব টিউলিপ এর উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে গামছা ও ওরস্যালাইন বিতরণ মহান মে দিবস মহান মে দিবস ২০২৪ উপলক্ষ্যে বর্ণাঢ্য ‌র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নরসিংদীর অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় সভা তীব্র তাপদাহে মনোহরদীতে স্কাউটসের উদ্যোগে শরবত ও স্যালাইন বিতরণ নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ আয়োজনে অংশিজনের সাথে মত বিনিময় শুধু সার্টিফিকেট অর্জন করলেই হবে না: মনোহরদীতে শিল্পমন্ত্রী

নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মিনি ঠিকাদার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ

বিশেষ প্রতিনিধি:
  • পোস্টের সময় Thursday, March 7, 2024
  • 56 বার দেখা হয়েছে

নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১, মাধবদীতে মিনি ঠিকাদার নিয়োগে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। কাজের চাহিদার ভিত্তিতে গত ২০২৩ সালের ১৬ জুলাই নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পক্ষ থেকে মিনি ঠিকাদার তালিকাভুক্তির বিজ্ঞপ্তি আহবান করা হয়। গত ০৫/০৮/২০২৩ইং তারিখে এই আবেদনের শেষ তারিখ ছিল। সে মোতাবেক এ পর্যন্ত ঠিকাদার তালিকাভুক্তির সাড়ে তিন শতাধিক আবেদন জমা পড়েছে বলেছে সংশ্লিষ্ট সুত্র থেকে জানা গেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল পবিস নির্দেশিকা ১০০-৫২ অনুযায়ী দাখিলকৃত আবেদন যাচাই বাছাই করে বৈধ ও যোগ্যতা সম্পন্ন ১০০টি প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে তালিকাভুক্ত করা হবে। অভিযোগ উঠেছে ঠিকাদারদের এই তালিকা তৈরিতে স্বজনপ্রীতি ও অনিয়ম হচ্ছে ব্যাপক ভাবে। বিশ^স্ত সূত্রে জানা গেছে পবিস-১ এর সংশ্লিষ্ট কর্মকর্তা বাইরের চিহ্নিত দালালের মাধ্যমে ঠিকাদারদের এই তালিকা তৈরিতে অবৈধ লেনদেন এবং স্বজনপ্রীতির আশ্রয় নিচ্ছেন। সূত্রটি জানিয়েছে অনেক অসম্পূর্ণ ও অযোগ্য আবেদন পড়লেও গোপনে যোগাযোগের মাধ্যমে তাদের অসম্পূর্ণ আবেদনগুলোতে পরবর্তীতে যোগাযোগের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র সংযোজন করা হচ্ছে এবং এগুলোকে তালিকার শীর্ষে রাখার চেষ্টা চলছে। তালিকাভূক্তির শর্তাবলীতে উল্লেখিত চাহিদা মোতাবেক অনেক আবেদনকারীদের অসম্পূর্ণ আবেদন প্রয়োজনীয় সকলপত্র তৈরিতে এই দালাল চক্র সহযোগিতা করছে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, ১০০ জনের প্রাথমিক তালিকা করার কথা থাকলেও স্বজনপ্রীতির মাধ্যমে এই তালিকা দেড়শতাধিক করার পায়তারা করা হচ্ছে।

অনিয়মের বিষয়ে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সংশ্লিষ্ট জুনিয়র ইঞ্জিনিয়ার তোফায়েল আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ পর্যন্ত সাড়ে তিনশ’র মতো আবেদন জমা পড়েছে। আর অনিয়মের কোন সুযোগ নেই। নির্ধারিত কমিটির মাধ্যমে যাচাই বাছাই সাপেক্ষে ১০০ জনের তালিকা করা হচ্ছে। এই তালিকা আরইবি বোর্ডে পাঠিয়ে দেয়া হবে। তারাই চুড়ান্ত ভাবে মিনি ঠিকাদার তালিকাভুক্ত করবেন। আর আমাদের সমিতির চাহিদা মোতাবেক আগামী ৫ বছরের কাজের পরিকল্পনার ভিত্তিতে এই ঠিকাদার নিয়োগের সংখ্যা নির্ধারণ করা হয়েছে। অনিয়মের বিষয়ে আমাদের দেশে তো কত মানুষ কত কথাইতো বলে। রিউমার ছড়ায়। একটা কিছু পেলেই মানুষ জেনে না জেনে কথা বলতে থাকে। এ বিষয়ে অনিয়মের প্রশ্নই আসে না।

উল্লেখ্য, পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীনে মিনি ঠিকাদারের চাহিদা থাকলে সঠিক ও যথাযথ যোগ্য ঠিকাদার নিয়োগ প্রদান করবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন