1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 30, 2024, 8:08 am
সর্বশেষ সংবাদ

রায়পুরার চর মধুয়ায় কাজী সুপার কিংস একাদশ  চ্যাম্পিয়ন শিরোপা অর্জন ও চাতক পাখী লালন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Monday, March 11, 2024
  • 59 বার দেখা হয়েছে

হাবিব আহম্মদ মোল্লা:

নরসিংদীর রায়পুরায় চরমধুয়া প্রিমিয়ার লীগ (সি.পি.এল) ফাইনাল ম্যাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাদক, সন্ত্রাস, টেট্রাযুদ্ধ সহ সকল অসামাজিক কর্মকান্ড নির্মূল করে  প্রিমিয়ার লীগ (সি.পি.এল) ফাইনাল ম্যাচ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি যুগ্ম সচিব বেগম মোর্শেদা আক্তারের আগমন ঘটলে ম্যাচ এর আয়োজকবৃন্দরা  খেলোয়ারগন ও স্থানীয় জনগন ফুল দিয়ে বরণ করে স্বাগত জানিয়ে ৬ষ্ঠ বারের মত জমকালো বর্ণিল সাজে ব্যাপক প্রস্তুতি নিয়ে কয়েক হাজার লোকের উপস্থিতিতে খেলা শুভ উদ্ধোধন করা হয়। এ ম্যাচটি গত ৮মার্চ শুভ উদ্বোধন করা হয়েছিল এ ম্যাচে ৭টি দল অংশগ্রহন করেন খেলা শেষে সারারাত ব্যাপী কুষ্টিয়ার চাতক পাখি লালন এর টিভি, বেতার শিল্পী গোষ্ঠী সংগীত পরিবেশন করে মাঠের দর্শক মাতিয়ে আলোড়ন সৃষ্টি করেন। গত কাল বিকালে নরসিংদীর রায়পুরার চরমধুয়া সি.পি.এল মাঠে চর মধুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খেলোয়ার বান্দব মানবিক আহসান সিকদার এর সভাপতিত্বে ও খেলা পরিচালনা করেন শুভ উদ্বোধন করেন চরমধুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও চরমধুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সিকদার। খেলায় অংশগ্রহণ করেন পাওয়ার ফাইটারস একাদশ ও কাজী সুপার কিংস একাদশ। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্তনেন কাজী সুপার কিংসের অধিনায়ক। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৮ রানের টার্গেট দেয় পাওয়ার ফাইটারস একাদশের খেলোয়াড়রা। পরে দ্বিতীয় ইনিংসে ১১৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামে কাজী সুপার কিংসের ব্যাটাররা। বাইজিদ এর মারমুখী ব্যাটিংয়ে ৩ ওভার ৩ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল জয় ছিনিয়ে নিয়ে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে কাজী সুপার কিংস একাদশ। খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন  রায়পুরা কৃতি সন্তান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের যুগ্ম সচিব বেগম মোর্শেদা আক্তার। আমন্ত্রিত সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেনকবি,গীতিকার, বিশিষ্ট লালন গবেষক ও লালন রিসার্চ এন্ড কালচার ফাউন্ডেশন সভাপতিড.আবু ইসহাক হোসেন। প্রধানপৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও পাড়াতলী ইউপি চেয়ারম্যান আলহাজ¦ ফেরদৌছ কামাল জুয়েল।

এসময় চরমধুয়া আর্দশ উচ্চ বিদ্যালয় সভাপতি আমান উল্লাহ, চর মধুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুর আলম ফকির, সমাজ সেবক কাজী এড.নজরুল ইসলাম, গ্রিন এগ্রো ফার্মের পরিচালক মো. মজিবুর রহমান, সমাজ সেবক মো: ফারুক সিকদার, সমাজ সেবক মো: ছন্দু সরকার, চরমধুয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান ও সেক্রেটারী রহমত উল্লাহ, হান্নান প্রধান, ফারজানা আক্তার, খাদিজা আক্তার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন