1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
সর্বশেষ সংবাদ
নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশী পিস্তল ও দেশিয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার সিলেটে পিএফজি মনোহরদীর তিনদিনের প্রশিক্ষণ সমাপ্ত নরসিংদীতে শুদ্ধ সুর ও বাণীতে সংগীত কর্মশালা প্রশিক্ষণ অনুষ্ঠিত রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলী আহমেদ দুলু’র প্রার্থিতা ঘোষণা রায়পুরায় চলমান তাপদাহে পথচারীদের জন্য সুপেয় পানি ব্যবস্থা রায়পুরায় হিটস্ট্রোকে দেড় বছরের শিশুর মৃত্যু রায়পুরায় তালুকান্দি কিন্ডার গার্ডেনের ১০ম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত নরসিংদী পৌরসভার মেয়র এর উদ্যোগে চলমান তাপদাহে শহর জুড়ে সুপেয় পানি ও স্বাস্থ্য সেবামূলক কার্যক্রম চালু নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে শিল্প বিপ্লবে চ্যালেঞ্জ ও ভিশন-২০৪১ শীর্ষক সেমিনার এলজিইডি নরসিংদী কর্তৃক শিবপুরে পানির সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা ও উদ্বুদ্ধকরণে পটগান ও নাটক প্রদর্শন

রায়পুরার সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুণর্মিলনী অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Monday, April 15, 2024
  • 15 বার দেখা হয়েছে

মাজেদুল ইসলাম
আড়িয়াল খাঁ বিধৌত শিক্ষা-সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ প্রাচীণ এক সভ্য জনপদের নাম নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের অন্তর্গত সিরাজনগর (নয়াচর) গ্রাম। শনিবার দিনব্যাপী এ গ্রামের ঐতিহ্যবাহী প্রাচীণতম শিক্ষা প্রতিষ্ঠান সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের ৫৩ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠান প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থীদের পুণর্মিলনী অনুষ্ঠান-২০২৪ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। চিরচেনা স্বীয় শিক্ষা প্রতিষ্ঠানে এসে প্রাক্তন শিক্ষার্থীরা একে অপরের সাথে কুশলাদী বিনিময় করেন এবং অতীতের শিক্ষাজীবনের পুরনো স্মৃতি রোমন্থন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সুযোগ্য সভাপতি গাজী জহিরুল ইসলাম। এতে প্রধান আতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ লাকী। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আদিয়াবাদ ইউপি চেয়ারম্যান হাজি মো. সেলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সুযোগ্য অধ্যক্ষ আলহাজ্ব মো. নূর সাখাওয়াত হোসেন মিয়া, আসন্ন রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুমন মিয়া। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন এশিয়ান ইউনিভার্সিটির অধ্যাপক ও উম্মুলকুরা মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব নূরুল ইসলাম মক্কী, বিশিষ্ট লেখক-সাহিত্যিক আলহাজ্ব ডা. অছিউদ্দিন আহমেদ, ডা. মেজবাহ্ উদ্দিন, কৃষি ব্যাংক কেন্দ্রীয় কমিটির সাবেক সিবিএ নেতা শামসুজ্জামান মিস্টার, আদিয়াবাদ ইউপি সদস্য গাজী মাজহারুল ইসলাম পলাশ, নয়াচর প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোশারফ হোসেন মিলন, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন লিটন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা নাদিম উদ্দিন সোজাল, মঞ্জুর-এ-আলম, আবদুল লতিফ, বশির উদ্দিন মাস্টার প্রমূখ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন প্রাক্তন ছাত্র আশরাফ উদ্দিন ও সুফিয়া আক্তার। পুণর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে ডা. অছিউদ্দিন আহমেদ সম্পাদিত স্মরণিকা “আড়িয়ল খাঁ’র মোড়ক উন্মোচন করা হয়। স্মরণিকার সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন মোশারফ হোসেন মিলন মাস্টার, আবদুল্লাহ্ আল বাকী আরিফ মাস্টার, বশির উদ্দিন মাস্টার এবং আনোয়ার হোসেন বাবুল। জোহরের নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতির পর লাকী র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এছাড়াও অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ এবং প্রাক্তন শিক্ষার্থীদেরকে বিভিন্ন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়। বিকেলে স্থানীয় ও স্বনামধন্য অতিথি শিল্লীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাক্তন ছাত্র নাজিম উদ্দিন মোল্লা রোবেল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন