1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 30, 2024, 7:13 pm

নরসিংদীতে রামনবমী উৎসব উদযাপন

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Thursday, April 18, 2024
  • 70 বার দেখা হয়েছে

হলধর দাস
ভগবান শ্রী রামচন্দ্রের জন্ম তিথি রামনবমী উৎসব উদযাপন উপলক্ষে বুধবার (১৭ এপ্রিল) নরসিংদী জেলা হিন্দু মহাজোটের উদ্যোগে শ্রী রামচন্দ্রের পূজা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সকাল দশ ঘটিকায় মঙ্গল শোভাযাত্রা, বেলা বারোটায় ভগবান শ্রী রামচন্দ্রের বিশেষ পূজা ও হোম, দুপুর দুই ঘটিকায় প্রসাদ বিতরণ ও সন্ধ্যা সাত ঘটিকায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
“ঈশ্বর এক-তার অনন্ত নাম ও অনন্ত ভাব। যার যে নামে ও যে ভাবে ডাকতে ভালো লাগে, সে সেইনামে ও সেভাবে ডাকলে তাঁর দেখা পাবে।”
শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের এই মতবাদকে সামনে রেখে সকাল দশটায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন নরসিংদী পৌরসভার মেয়র আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু। জেলা হিন্দু মহাজোটের সভাপতি শ্রী বিজয় কুমার রায়, সাধারণ সম্পাদক অপু সাহা ও মহাজোট উপদেষ্ঠা জেলা আওয়ামী লীগ নেতা শ্যামল সাহার নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক পরিদর্শন করে সেবা সংঘ মন্দির প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
নরসিংদী জেলা শাখার আয়োজনে নরসিংদী পৌর শহরের সেবা সংঘ মোড়ে দ্বিতীয় বারের মতো আয়োজিত পূজা অনুষ্ঠানে বিভাগীয়, জেলা, উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ, ধর্মীয়, সামাজিক ও সৃজনশীল সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। পূজায় পৌরহিত্য করেনপন্ডিত শ্রী কৃষ্ণকান্ত আচার্য্য।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন