1. [email protected] : admi2017 :
  2. [email protected] : news post : news post
  3. [email protected] : taifur nur : taifur nur
April 30, 2024, 4:08 pm
সর্বশেষ সংবাদ
৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার, ১৬ লাখ টাকা উদ্ধার নরসিংদীতে কারিগরি শিক্ষার উপর সেমিনার ও চাকরি মেলা নরসিংদীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত মনোহরদীতে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় শিবপুরে প্রেমিকার আত্মহত্যার ১৯ দিন পরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রেমিকের আত্মহত্যা নরসিংদীতে বৃষ্টি কামনা করে ইসতিসকার নামাজ আদায় উপজেলা নির্বাচন: বিএনপি’র হুশিয়ারিকে পাত্তা দিচ্ছে না তৃণমূল নেতারা দোষ কি সব প্রকৃতির? মনোহরদীতে সরকারি নির্দেশনা অমান্য করে গরমের ছুটিতেও নির্বাচনী পরীক্ষা গ্রহণ নরসিংদীতে ট্রেনেকাটাপড়ে এক বৃদ্ধার মৃত্যু

শিবপুরে সৎ মায়ের নির্যাতনে শিকার ৩ ভাই ঘর ছাড়া

প্রতিবেদকের নাম
  • পোস্টের সময় Thursday, April 18, 2024
  • 88 বার দেখা হয়েছে

শেখ মানিক:
বাবা মায়ের কাছেই সন্তানদের সবচেয়ে বেশি নিরাপদ থাকার কথা। অথচ নৈতিকতার অবক্ষয়ের কারণে সেই বাবা ও সৎ মায়ের নিষ্ঠুরতার শিকার হচ্ছে শিশুরা। মা-বাবা থাকার পরও তারা ‘এতিম’! মা আছে, বাবাও আছে। জানা গেছে তাদের আর্থিক স্বচ্ছলতাও আছে। তারপরও কেন অনাথের মতো তিন ভাই পড়ে থাকতে হচ্ছে বৃদ্ধ দাদা দাদীর কাছে।
এমনই নির্মম ঘটনা ঘটেছে, নরসিংদীর শিবপুরে ৩ ভাইকে নির্যাতনের অভিযোগ উঠেছে সৎ মায়ের বিরুদ্ধে। গত সোমবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার দুলালপুর ইউনিয়নের দরগারবন্ধ গ্রামের করিম শেখের ছেলে সৌদি প্রবাসী শফিকুল ইসলাম (৪০) এর বাড়িতে এ ঘটনা ঘটে। আহত কিশোর শফিকুল ইসলামের প্রথম সংসারের বড় ছেলে মূসা শেখ (১৮)। অপর দুই ভাই ঈসা শেখ (১০) ও মোহাম্মদ শেখ (৫)।
সৎ মায়ের নিষ্ঠুরতার শিকার মূসা শেখ জানান, আমার বাবা দীর্ঘ ১৮/১৯ বছর যাবত সৌদি আরবে থাকেন। আমরা তিন ভাই বাবা বিদেশ যাওয়ার পরে মাকে নিয়ে আমরা খুব ভালোই ছিলাম। বিদেশে থাকা অবস্থায় গত পাঁচ বছর পূর্বে ওখানে বাংলাদেশী এক নারীর সাথে পরিচয় হয়। পরে আমার বাবা তাকে বিয়ে করে নিয়ে আসেন বাড়িতে। সৎ মাকে বাড়ীতে নিয়ে আসার পর থেকে আমাদের সংসারে অশান্তি শুরু হয়। আমার মাকেও ঘর থেকে বের করে দেওয়া হয়। সৎ মায়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত এক বছর পূর্বে আমার মা ও আমাদেরকে ছেড়ে ওমানে চলে গেছেন। আমরা থাকতাম বাবার তৈরি করা ছাদপাকা বাড়িতে। এখন আর আমাদেরকে ওই ঘরে থাকতে দেয় না। থাকলেও কারণে-অকারণে মারধর করে আমার সৎ মা পারভিন ও তার আগের সংসারের ছেলে আসিক আর আমাদের প্রতিবেশি পারভিনের ঘনিষ্ঠ লোক সাফি। তারা তিনজন মিলে আমাদেরকে প্রায় সময় মারধর করে। ঈদ গেল আমাদেরকে নতুন জামা কাপড় দেয়নি। বাবাও কোন খোঁজ নেয়নি। আমরা লেখাপড়া করতে চাই। আমরা বাঁচতে চাই।
এ বিষয়ে জানতে সৌদি প্রবাসী শফিকুল ইসলাম এর বাড়ীতে গিয়ে তার দ্বিতীয় স্ত্রী পারভীনকে পাওয়া যায়নি। মোবাইল ফোন করে যোগাযোগ করেও পাওয়া যায়নি।
এ বিষয়ে দুলালপুর ইউনিয়ন পরিষদের সদস্য মামুন ভূইয়া জানান, সৌদি প্রবাসী শফিকুল ইসলাম এর ছেলে মূসা শেখ আমার নিকট এসেছিল। তাদের জন্য কিছু করার বিষয়টা আমি দেখবো।
এই বিষয়ে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন